০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


জাতিসঙ্ঘের কাঠামোতে সংস্কারের পক্ষে যুক্তরাষ্ট্র

-


জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ না পাওয়াকে ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। তার এই মন্তব্যের জেরে জাতিসঙ্ঘের প্রাতিষ্ঠানিক কাঠামোতে সংস্কারের কথা বলেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেন। এনডিটিভি।
মাস্কের মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগেও জাতিসরেঙ্ঘ সাধারণ পরিষদের ভাষণে প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন। আমরা যে একবিংশ শতাব্দীতে বাস করি, তার প্রতিফলন ঘটাতে অবশ্যই নিরাপত্তা পরিষদসহ জাতিসঙ্ঘে প্রতিষ্ঠান সংস্কার সমর্থন করি। এ বিষয়ে পদক্ষেপ নিয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নেই। তবে আমরা অবশ্যই স্বীকার করি, সংস্কারের প্রয়োজন আছে।’
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য না হওয়াকে ‘অযৌক্তিক’ বলে গত জানুয়ারিতে মন্তব্য করেন ইলন মাস্ক। তিনি বলেন, পরাশক্তির দেশগুলো ক্ষমতা হাতছাড়া করতে চায় না। এক্স প্ল্যাটফর্মে পোস্টে মাস্ক বলেন, ‘সময়ে সময়ে জাতিসঙ্ঘের সংস্থাগুলোতে প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজন হয়। সমস্যা হলো, যাদের অতিরিক্ত ক্ষমতা আছে, তারা অন্যদের সুযোগ দিতে চায় না। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হওয়া সত্ত্বেও নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন না থাকাটা অযৌক্তিক। সম্মিলিতভাবে আফ্রিকারও একটি স্থায়ী আসন থাকা উচিত।’ উন্নয়নশীল বিশ্বের স্বার্থকে আরো ভালোভাবে উপস্থাপন করার জন্য দীর্ঘ দিন ধরেই নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার চেষ্টা করে আসছে ভারত। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ ১৫টি সদস্য দেশ নিয়ে গঠিত। এর মধ্যে পাঁচটি স্থায়ী দেশের ভেটো দেয়ার ক্ষমতা আছে এবং ১০টি সদস্য দেশ দুই বছরের মেয়াদে নির্বাচিত করা হয়। নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ হলো- চীন, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ দুই বছরের মেয়াদে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত করেন।

লোকসভা নির্বাচনের প্রথম দফার আগে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের নির্বাচনী ইশতেহার ‘সঙ্কল্পপত্র’তে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার প্রতিশ্রুতি দেয়। গত ১৪ এপ্রিল প্রকাশিত নির্বাচনী ইশতেহারে বিজেপি বলে, ‘বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে ভারতের অবস্থানকে আরো উন্নত করতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’
এর আগে গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য বিশ্বব্যাপী সমর্থনের ওপর জোর দিয়ে বলেন, কখনো কখনো কিছু জিনিস উদারভাবে পাওয়া যায় না, বরং সেগুলো আদায় করে নিতে হয়। তিনি আরো বলেন, ‘যত দিন যাচ্ছে, বিশ্বের মনে হচ্ছে ভারতের ওখানে থাকা উচিত আর আমি ওই সমর্থন বুঝতে পারি... দুনিয়া কোনো কিছুই সহজে আর উদারভাবে দেয় না; কখনো আমাদের তা ছিনিয়ে নিতে হয়।’


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল