২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গ্রামবাংলার মানুষের যাতায়াতের বাহনই ছিল গরু-মহিষের গাড়ি

একসময় গ্রামবাংলার মানুষের যাতায়াতের বাহনই ছিল গরু-মহিষের গাড়ি। মানিকগঞ্জে একসময় গরুর গাড়িতে বিয়ে, বরযাত্রী, মালামাল পরিবহন, নাইওর আনানেয়া ইত্যাদি হতো খুব জাঁকজমকে। কালের বিবর্তনে এখন গরু-মহিষের গাড়ি বিলুপ্তির পথে। এখন আর তেমন চোখে পড়ে না এই গাড়ি। নেই আর এ গাড়ি চাকার ক্যাচ ক্যাচ শব্দ। হাম্বা অথবা গলায় ঝোলানো ঘণ্টার টুং টাং আওয়াজ। নেই গাড়িয়ালের গাড়ি তাড়ানোর সেই শব্দ। যুগের সাথে তালমিলিয়ে চলতে গিয়ে প্রায় হারিয়ে যাচ্ছে কৃষকদের ঐতিহ্য। গরু-মহিষের গাড়ির কদর আর না থাকায় বংশপরম্পরায় গাড়িয়ালরা (চালক) জীবন-জীবিকার তাগিদে পরিবর্তন করেছেন পেশা। যমুনা নদীর পাড়ে- মানিকগঞ্জের জাফরগঞ্জ থেকে ছবিটি তুলেছেন আবদুর রাজ্জাক -

একসময় গ্রামবাংলার মানুষের যাতায়াতের বাহনই ছিল গরু-মহিষের গাড়ি। মানিকগঞ্জে একসময় গরুর গাড়িতে বিয়ে, বরযাত্রী, মালামাল পরিবহন, নাইওর আনানেয়া ইত্যাদি হতো খুব জাঁকজমকে। কালের বিবর্তনে এখন গরু-মহিষের গাড়ি বিলুপ্তির পথে। এখন আর তেমন চোখে পড়ে না এই গাড়ি। নেই আর এ গাড়ি চাকার ক্যাচ ক্যাচ শব্দ। হাম্বা অথবা গলায় ঝোলানো ঘণ্টার টুং টাং আওয়াজ। নেই গাড়িয়ালের গাড়ি তাড়ানোর সেই শব্দ। যুগের সাথে তালমিলিয়ে চলতে গিয়ে প্রায় হারিয়ে যাচ্ছে কৃষকদের ঐতিহ্য। গরু-মহিষের গাড়ির কদর আর না থাকায় বংশপরম্পরায় গাড়িয়ালরা (চালক) জীবন-জীবিকার তাগিদে পরিবর্তন করেছেন পেশা। যমুনা নদীর পাড়ে- মানিকগঞ্জের জাফরগঞ্জ থেকে ছবিটি তুলেছেন আবদুর রাজ্জাক


আরো সংবাদ



premium cement