১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বৈধতা চ্যালেঞ্জ পরবর্তী শুনানি ১০ নভেম্বর

মেজর সিনহা হত্যা
-

পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে কক্সবাজার দায়রা আদালতে করা রিভিশন মামলার পরবর্তী শুনানি আগামী ১০ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। আলোচিত এই হত্যার ঘটনায় সিনহার বোনের দায়ের করা মামলার চলমান বিচারিক কার্যক্রমকে বেআইনি ও অবৈধ দাবি করে আসামি পক্ষের করা ফৌজদারি রিভিশন মামলায় গতকাল মঙ্গলবার শুনানি শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন। গতকালের শুনানিতে বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা সময়ের আবেদন করলে তা মঞ্জুর করা হয়।
সিনহা হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত পরিদর্শক লিয়াকত আলী গত ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এই রিভিশন মামলা করেছেন। ওই দিন বিচারক মামলার প্রাথমিক শুনানি শেষে রিভিশন মামলাটি আমলে নিয়ে পূর্ণাঙ্গ শুনানি ও আদেশের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছিলেন। রিভিশন মামলাটি দায়ের শেষে আদালত প্রাঙ্গণে পরিদর্শক লিয়াকত আলীর আইনজীবী মাসুদ সালাহ উদ্দীন সাংবাদিকদের বলেন, অবসরপ্রাপ্ত সিনহার মৃত্যুর পর গত ৫ আগস্ট তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদি হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই আদালতের বিচারক ফেরদৌসির দায়ের করা ফৌজদারি দরখাস্তটিকে সরাসরি হত্যা মামলা হিসাবে রুজু করার জন্য টেকনাফ থানার ওসিকে আদেশ দেন। আমি রিভিশন মামলার প্রাথমিক শুনানিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গত ৫ আগস্ট তারিখে দেয়া আদেশ চ্যালেঞ্জ করে ওই মামলার কার্যক্রমকে অবৈধ ও বেআইনি ঘোষণা করার আবেদন জানিয়েছি।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফ থেকে কক্সবাজারে ফেরার পথে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ পরিদর্শক লিয়াকতের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর গত ৫ আগস্ট টেকনাফ থানার পরিদর্শক লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশের অভিযুক্ত ৭ কর্মকর্তা বরখাস্ত ও গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল