২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

হাটহাজারী মাদরাসা কবরস্থানে চিরশায়িত আল্লামা শফী

জানাজায় লাখো মানুষের ঢল
হাটহাজারী মাদরাসায় আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজায় মুসল্লিদের একাংশ; ইনসেটে আল্লামা শফী : নয়া দিগন্ত -

কয়েক লাখ তৌহিদী জনতার উপস্থিতিতে আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা গতকাল শনিবার বেলা সোয়া ২টায় হাটহাজারীতে অনুষ্ঠিত হয়। চট্টলার ইতিহাসে স্মরণকালের বৃহৎ এ জানাজায় ইমামতি করেন আল্লামা শফীর বড় ছেলে মাওলানা মো: ইউছুপ। জানাজা শেষে আল্লামা শাহ আহমদ শফীকে দাফন করা হয় দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার গোরস্থান ‘মাকবরায়ে জামেয়া’য়।
জানাজার সময় মাদরাসা মাঠ, ভবনসমূহ, পৌর বাজার এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের প্রায় এক কিলোমিটার লোকে লোকারণ্য হয়ে যাওয়ায় মাদরাসা মাঠ থেকে আল্লামা শাহ আহমদ শফীর লাশ নিয়ে যাওয়া হয় মাদরাসার সামনে পশ্চিম পাশে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে। ডাক বাংলো চত্বর সামনে রেখে মাদরাসা মাঠ, মাদরাসা ভবন, আবাসিক ভবন ও মহাসড়কের উপস্থিত জনতা শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণ করেন। আল্লামা শফীর বড় ছেলে মাওলানা মো: ইউছুপ জানাজায় ইমামতি করেন।
জানাজায় অংশগ্রহণ করেন সাবেক মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, মাসুদ সাঈদী, কেন্দ্রীয় শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যক্ষ আমীরুজ্জামান, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নজরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন আয়ুবী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলীম, এবি পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব ও হেফাজতের নায়েবে আমির আল্লামা নূর হোসেন কাশেমী, সাবেক এমপি আব্দুর রফ ইউছুফী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মাহফুজুল হক, হাফেজ মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা ফজলুল করিম কাশেমী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির মাওলানা ফজলুল করিম, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ আব্দুর রহমান চৌধুরী, হেফাজতের প্রতিষ্ঠাতা নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, হেফাজতের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুন ইজহার চৌধুরী, গাজীপুরের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জানাজায় উপস্থিত ছিলেন পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলা, চট্টগ্রাম মহানগর ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা।
নামাজে জানাজায় শরিক হওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কওমি মাদরাসার ওস্তাদ, ছাত্র ও ভক্ত-জনতা উপস্থিত হয়েছেন। দুপুর ১২টার আগেই মাদরাসা চত্বর, ভবনসমূহ, আশপাশের রাস্তাঘাট কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাটহাজারী পৌর সভার পুরো বাজার পরিপূর্ণ হয়ে যায়।
জানাজা শেষে আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে যাওয়া হয় শেষ ঠিকানা ‘মাকবরায়ে জামেয়া’য়। মাদরাসার উত্তর-পশ্চিম কোণে উত্তর মসজিদের বাইরে মিম্বরের সামনেই চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সাথে লাগানো এ কবরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মাদরাসার নিজস্ব কবরে চিরশায়িত হয়ে ইতিহাস হয়ে থাকবেন কওমি আঙিনার এ বটবৃক্ষ, শতবর্ষী আলোচিত ধর্মীয় ব্যক্তিত্ব, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, আল্লামা শাহ আহমদ শফী।
আল্লামা শফী দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদরাসার মহাপরিচালক (মুহতামিম) পদে ছিলেন ১৯৮৬ সাল থেকে টানা ৩৪ বছর। তিনি ১৬ সেপ্টেম্বর মাদরাসার শিক্ষা সচিব ও হেফাজতের প্রচার সম্পাদক ছেলে মাওলানা আনাস মাদানীকে বহিষ্কার করেন এবং ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিজে পদত্যাগ করে সম্পূর্ণরূপে নিজেকে দায়িত্বমুক্ত করেন। এরপর অসুস্থ হয়ে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল পরে এয়ারবাসে করে রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হয়ে পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় পৃথিবী থেকে চিরবিদায় নেন।
ঢাকা থেকে তার লাশ হাটহাজারীতে পৌঁছে সকাল সোয়া ৯টায়। ভোর থেকেই এক নজর দেখার জন্য মাদরাসা মাঠে ও আশপাশে সমবেত হন ভক্ত জনতা ও প্রিয় ছাত্র শিক্ষকরা। ঢাকা থেকে সড়ক পথে বিশেষ অ্যাম্বুলেন্সে হাটহাজারীতে পৌঁছার পর আল্লামা আহমদ শফীর লাশ প্রথমে নিয়ে যাওয়া হয় মাদরাসার উত্তর পাশে নিজস্ব বাসভবনে শোকাহত পরিবারের সদস্যদের দেখানোর জন্য। সেখানে প্রায় পৌনে ১ ঘণ্টা রেখে পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখে নেন তাদের আপনজনকে। ১০টার দিকে আল্লামা শাহ আহমদ শফীকে পরিবারের সদস্যরা শেষ বিদায় জানান।
এরপর সকাল ১০টায় লাশ নিয়ে আসা হয় তিন যুগের কর্মস্থল দারুল উলুম হাটহাজারী মাদরাসা ক্যাম্পাসে। এ সময় ক্যাম্পাসজুড়ে, ভবনে, ছাদে ও রাস্তায় অপেক্ষমাণ লক্ষাধিক ভক্তের অশ্রুসিক্ত নয়নে দেখা মেলে আল্লামা আহমদ শফীর লাশবাহী গাড়িটির। ক্যাম্পাসের ভিতর দিয়ে লাশ নিয়ে রাখা হয় মাদরাসার দক্ষিণ গেটে। সেখানে হিমগাড়িতে রেখে দর্শক-ভক্তদের দেখার সুযোগ করে দেয়া হয় আল্লামা শাহ আহমদ শফীর লাশ। মাদরাসার নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর তত্ত্বাবধানে সকাল সাড়ে ১০টার পর থেকে সারি সারি হয়ে অশ্রুসিক্ত নয়নে দেখা শুরু করেন হুজুরের ভক্ত ছাত্র শিক্ষকসহ তৌহিদী জনতা।
এ দিকে হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর জানাজা ঘিরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সাধারণ যান চলাচল বন্ধ ছিল। দোকানপাটে খাবার শেষ হয়ে যায় দুপুরের আগেই। ভাদ্র মাসের প্রচণ্ড গরমে পৌরসভার রাস্তায় রাস্তায় স্থানীয়দের উদ্যোগে পিপাসায় কাতর তৌহিদী জনতার জন্য ঠাণ্ডা পানি খাওয়ানোর আয়োজন ছিল চোখে পড়ার মতো।
হাটহাজারী পৌর এলাকা ও মাদরাসার আশপাশে মোতায়েন ছিল কয়েক শ’ পুলিশ ও র্যাব সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে সুশৃঙ্খলভাবে নামাজে জানাজার মধ্য দিয়ে লাখ লাখ মানুষের বিশাল এ সমাবেশের সমাপ্তি ঘটে। জানাজা-পূর্ব সমবেত লাখ লাখ মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আল্লামা শফীর বড় ছেলে মাওলানা ইউছুপ।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

সকল