০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড

সহায়তার ৩০ কোটির মধ্যে ৩০ টাকাও কেউ পাননি

-

চুড়িহাট্টার আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা তহবিলের ৩০ কোটি টাকার মধ্যে ৩০ টাকাও পায়নি কোনো পরিবার। গত বছরের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে পুড়ে মারা যান ৭১ জন। সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অনেক ব্যবসায়ী। ঘটনার পর পরই ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস দেয়া হলেও দীর্ঘ এক বছরে কোনো সহায়তাই পাননি কেউ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সাতটি পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। এতে বক্তব্য রাখেন টিআইবির প্রধান নির্বাহী ড. ইফতেখারুজ্জামান, বেলার প্রধান নির্বাহী ড. রিজওয়ানা হাসান, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী শামসুল হুদা, আইন ও শালিক কেন্দ্রের সুলতানা কামাল, নিজেরা করির প্রধান নির্বাহী খুশি কবির প্রমুখ।
শামসুল হুদা বলেন, চুড়িহাট্টার আগুনের ঘটনার পরপরই ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গঠিত ত্রাণতহবিলে কয়েকটি ব্যাংক মিলে ৩০ কোটি টাকার এই অনুদান দেয়। যতদূর খবর পেয়েছি এই ৩০ কোটি টাকার মধ্যে কোনো পরিবারকে এখনো পর্যন্ত ৩০ টাকাও দেয়া হয়নি। তাহলে প্রশ্ন জাগে এই ৩০ কোটি টাকা গেল কোথায়? সুলতানা কামাল বলেন, শুধু চুড়িহাট্টা নয়; এর আগে ২০১০ সালের ৩ জুন নিমতলীর বিয়ে বাড়িতে আগুনে পুড়ে মারা যায় ১২৪ জন। সরকার নানা ধরনের কথা বললেও আজো কোনো প্রতিকার হয়নি। পুরানো ঢাকায় কেমিক্যালের গুদাম বন্ধ হয়নি। বিভিন্ন তদন্ত কমিটি যে রিপোর্ট দেয়ার কথা ছিল সেগুলোও আলোর মুখ দেখেনি অথবা সুপারিশের একটিও বাস্তবায়ন হয়নি। খুশি কবির বলেন, আমরা শুধু আজ এই শোকের দিনে নিহতদের স্মরণ করতেই আসেনি, আমরা চাই ঘটনার সঠিক তদন্ত হোক। ক্ষতিগ্রস্তরা স্বচ্ছতার ভিত্তিতে যেন আর্থিক সহায়তা নিতে পারেন। একই সাথে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করারও দাবি জানাচ্ছি আমরা।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল