১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ভারত থেকে আসার পথে আটকের সংখ্যা দ্বিগুণ বেড়েছে

-

অবৈধভাবে বাংলাদেশে আসার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক মানুষের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। অন্য দিকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটকের সংখ্যা কমেছে।
গতকাল হিন্দুস্তান টাইমসে ভারতের জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর (এনসিআরবি) তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হলো যখন জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতজুড়ে বিক্ষোভ চলছে।
এ ব্যাপারে বিশিষ্ট লেখক ও বাংলাদেশ বিশেষজ্ঞ সুবীর ভৌমিক হিন্দুস্তান টাইমসকে বলেছেন, অবৈধ অভিবাসনের উল্টো স্রোত দু’টি কারণে ঘটছে। প্রথমত, আসামের পর পুরো ভারতজুড়ে এনআরসি কার্যকরের কথা বারবার বলছেন ক্ষমতাসীন বিজেপি নেতারা। এতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের অর্থনীতি এখন বেশ ভালো অবস্থায় রয়েছে। অন্য দিকে ভারতের অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিগত ’৭০ ও ’৮০-এর দশকে বাংলাদেশ থেকে আসা মানুষরা এখন নিজ দেশেই অপেক্ষাকৃত ভালো সুযোগ দেখছে। নিজ দেশে সম্মানের সাথে কাজ করার সুযোগ পেলে তারা কেন অন্য দেশে অবৈধ অভিবাসী হিসেবে থেকে নিপীড়নের ঝুঁকি নেবে।
সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফের একজন কর্মকর্তা জানিয়েছেন, সীমান্ত পাড় হয়ে বাংলাদেশে যেতে ইচ্ছুক মানুষের সংখ্যা বাড়ছে, তবে তা আশঙ্কাজনক নয়। সীমান্তে অনেক মানবপাচারকারী, গরু চোরাচালানি, জাল মুদ্রা ও মাদক কারবারি এবং সন্দেহভাজন সন্ত্রাসীরা নিয়মিত ধরা পড়ে। এর পাশাপাশি এমন অনেকে রয়েছে যাদের পরিবারের সদস্যরা সীমান্তের দুই পাড়েই বসবাস করে। আটক করা হলে তারা যথাযথ কাগজপত্র দেখাতে পারে না।
এনসিআরবির তথ্যানুযায়ী, ২০১৮ সালে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের চেষ্টার সময় ভারত সীমান্তে দুই হাজার ৯৭১ জন আটক হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৫৩২ জন পুরুষ, ৭৪৯ জন নারী ও ৬৯০ জন শিশু ছিল। ২০১৭ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় আটক মানুষের সংখ্যা ছিল এক হাজার ৮০০। আটককৃতদের মধ্যে এক হাজার ৪৭৭ জন পুরুষ, ২৬৮ জন নারী ও ৫৫ জন শিশু ছিল। অন্য দিকে ২০১৮ সালে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় এক হাজার ১১৮ জন আটক হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল এক হাজার ১৮০ জন।

 


আরো সংবাদ



premium cement
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী বিমান দুর্ঘটনার শিকার ইতিবাচক অবস্থায় নেই অর্থনীতির সূচক কুমিল্লায় ব্যবসায়ী হত্যায় মৃত্যুদণ্ড ৭, কারাদণ্ড ৭ সাময়িক বিনোদন চূড়ান্ত সফলতার পথে অন্তরায় : শিবির সভাপতি ঝিনাইদহের এমপি আজিমের ভারতে নিখোঁজের ব্যাপারে যা জানা গেছে রাজশাহীতে মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ২ পুলিশকে মারধর জিম সেশনে ঘাম ঝরালো বাংলাদেশ দল আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ২টি হাসপাতাল সিলগালা সরকারের ইচ্ছের অভাবে উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে স্বদেশী ভাষা চালু হয়নি এমপির প্রভাব ও নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় ৫৫০ শতাংশ : টিআইবি

সকল