০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


এস কে সিনহার বই উদ্দেশ্যপ্রণোদিত : বার কাউন্সিল

-

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) সদ্য প্রকাশিত বইকে অসত্য, বানোয়াট, মোটিভেটেড ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি বলেন, নির্বাচনের আগে ধূম্রজাল সৃষ্টির জন্য এতদিন পর এই বই বের করা হয়েছে। গতকাল বার কাউন্সিল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘এ ব্রোকেন ড্রিম : রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে আত্মজীবনীমূলক বই লিখেছেন এস কে সিনহা। কিন্তু সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন কয়েক দিন আগেই সুপ্রিম কোর্টে মতবিনিময় সভায় বলেছেন এস কে সিনহা তথ্য নিয়ে আসছেন অল্প দিনের মধ্যে। তার মানে তাদের সাথে একটা আগাম যোগাযোগ ছিল যে, বই বের হবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে একের পর এক চমক সৃষ্টি করা হচ্ছে। সর্বশেষ যেটা দেখলাম এস কে সিনহার বই নানা মহলে আলোচিত হয়েছে। সে আলোচনায় শুক্রবার সুপ্রিম কোর্ট বারে একটি সংবাদ সম্মেলন হয়েছে।
তিনি বলেন, ‘সিনহা সাহেব যখন প্রধান বিচারপতি ছিলেন তখন আমি সুপ্রিম কোর্টি বারের সভাপতি ছিলাম। আমার উঠাবসার সুযোগ হয়েছে। উনি কথাগুলো আমাদের কাছেই বলতে পারতেন। বার অ্যান্ড বেঞ্চ কাছাকাছি। একে অপরের পরিপূরক। কিন্তু বলেননি। কিন্তু বাইরে গিয়ে তিনি যে বইটি লিখেছেন তার ভেতরে যে তথ্যগুলো লিখেছেন এগুলো অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এমন একটি সময়ে লিখেছেন, উনি যাওয়ার প্রায় এক বছর পরে। এতদিন পরে একটি বই বের করেছেন ধূম্রজাল সৃষ্টি করার জন্য, চমক সৃষ্টি করার জন্য। একটা দল বা গোষ্ঠীকে নির্বোচনের আগে হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য এই বই বের করা হয়েছে বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনের আগে ধূম্রজাল ছড়ানোর জন্য এটা অসত্য এবং বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত। মূলত বলতে চাচ্ছি মোটিভেটেড। তিনি বিদেশে গিয়ে কী করেছেন হয়তো সে তথ্য-উপাত্ত এখন বেরিয়ে আসবে ডকুমেন্টারি, দালিলিকভাবে। বইটি নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্ট বার সমিতির সংবাদ সম্মেলন নিয়ে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, এটা নিয়ে সুপ্রিম কোর্ট বারের সংবাদ সম্মেলন করা সঠিক হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এস কে সিনহা যাওয়ার সময় বলেননি উনাকে বাধ্য করা হয়েছে। এস কে সিনহার বই প্রকাশের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি শুক্রবার সংবাদ সম্মেলন করার পরের দিন গতকাল বার কাউন্সিল থেকে পাল্টা এই সংবাদ সম্মেলন করা হয়।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল