১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেন থেকে ১,১০০ কিলোমিটারের দূরে রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেন থেকে ১,১০০ কিলোমিটারের দূরে রাশিয়ার ড্রোন হামলা - সংগৃহীত

রাশিয়া মঙ্গলবার ইউক্রেন থেকে এক হাজার ১০০ কিলোমিটার (৬৯০ মাইল) দূরে তাতারস্তানের বিভিন্ন কারখানায় ড্রোন হামলার খবর দিয়ে বলেছে, এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

তাতার নেতা রুস্তম মিন্নিখানভের প্রেস সার্ভিস টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, ‘তাতারস্তানের ইয়েলাবুগায় এবং নিজনেকামস্কে ড্রোন হামলা চালানো হয়।’

বিবৃতিতে বলা হয়েছে, সেখানে এসব ড্রোন হামলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং কারখানার কাজের ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি।

এতে আরো বলা হয়, ‘দুর্ভাগ্যবশত ইয়েলাবুগায় ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছে।

ইয়েলাবুগার কাছে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে যেখানে রাসায়নিক ওযান্ত্রিক প্রকৌশল এবং ধাতব কারখানা রয়েছে।

নিজনেকামস্কে একটি বড় পেট্রোল শোধনাগার রয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, আলাবুগা স্পেশাল ইকোনমিক জোনের একটি বাড়িতে দুটি ড্রোন হামলায় দু’জন আহত হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement