২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান

- ছবি : রয়টার্স

অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সাগরে বিধ্বস্ত হয়েছে একটি রুশ সামরিক বিমান। বৃহস্পতিবার (২৮ মার্চ) ক্রিমিয়ার সেভাস্তোপল শহরের মস্কোপন্থী গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক বার্তায় গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, ‘ক্রিমিয়া সাগরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।’ তবে বিধ্বস্ত হওয়ার কোনো কারণ তিনি উল্লেখ করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ফুটেজে একটি বিমানকে নিচের দিকে পড়তে দেখা যায়। পড়ন্ত বিমানটিতে আগুনের শিখা দেখা গেছে।

উল্লেখ্য, রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দফতর সেভাস্তোপল। এটি ক্রিমিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত। ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়া ২০১৪ সালে দখল করেছিল রাশিয়া।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement