০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


তেল শোধনাগারে ইউক্রেনের হামলায় একজন নিহত : রাশিয়া

তেল শোধনাগারে ইউক্রেনের হামলায় একজন নিহত : রাশিয়া - ছবি : বাসস

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে রোববার একটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যায় এবং এ সময় ‘হার্ট অ্যাটাকে’ একজন মারা যায়। আঞ্চলিক কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

রাশিয়া রোববার বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গতরাতে ৩৫টি ইউক্রেনীয় ড্রোনের একটি ব্যারেজকে প্রতিহত করেছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটদানের চূড়ান্ত দিনে বাধা দিয়েছে।

ক্রাসনোদর অঞ্চলের অপারেশনাল হেডকোয়ার্টার টেলিগ্রামে বলেছে, স্থানীয় সময়‘রাত প্রায় ৩টার দিকে বেশ কয়েকটি ড্রোন স্লাভিয়নস্ক তেল শোধনাগারে হামলার চেষ্টা করেছিল।’

এতে বলা হয়, এয়ার ডিফেন্স ড্রোনগুলোকে আটকে দেয়, কিন্তু তাদের মধ্যে একটি শোধনাগারে পড়ে যাওয়ার পর আগুন লেগে যায়।

‘ড্রোন হামলার সময় একজনের মৃত্যু হয়েছে, মৃত্যুর প্রাথমিক কারণ হার্ট অ্যাটাক’ বলে এতে উল্লেখ করা হয়।
সরাসরি আগুনের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, পরে আগুন নিভে গেছে। স্কাভিয়ানস্ক-অন-কুবান শোধনাগারটি আজভ সাগরের পূর্বে ক্রাসনোদর অঞ্চলে অবস্থিত।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement