২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ইউক্রেনের মারিউপোল স্টিল প্ল্যান্ট থেকে সকল নারী, শিশু ও বয়স্কদের উদ্ধার

মারিউপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানা থেকে সকল নারী, শিশু ও বয়স্কদের উদ্ধার করা হয়েছে - ছবি : সংগৃহীত

ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে দেশটির মারিউপোল স্টিল প্ল্যান্ট থেকে সকল নারী, শিশু ও বয়স্কদের উদ্ধার করা হয়েছে। শনিবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এমন দাবি করেছে বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা ও ফ্রান্স ২৪।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক তার টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিউপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানা (স্টিল প্ল্যান্ট) থেকে সকল নারী, শিশু ও বয়স্কদের উদ্ধার করা হয়েছে।

শনিবার ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী দাবি করেন, মারিউপোল শহরের মানবিক উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে।

এর আগে শনিবার রুশপন্থী ইউক্রেনীয় বিদ্রোহীরা বলেছে, ইউক্রেনের মারিউপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানা থেকে ৫০ বেসামরিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ আরো জানিয়েছে, মারিউপোল শহরে ইউক্রেনীয় সেনারা এখনো রাশিয়ার অবরোধ সহ্য করে অবস্থান ধরে রেখেছে। এছাড়া ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি সেরনা-ক্লাস ল্যান্ডিং ক্রাফট ধ্বংস হয়েছে।

সূত্র : আল-জাজিরা ও ফ্রান্স ২৪


আরো সংবাদ



premium cement