১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


তুর্কি ড্রোন দিয়ে রাশিয়ার দুটি রণতরী ডুবিয়ে দিয়েছে ইউক্রেন!

তুর্কি ড্রোন দিয়ে রাশিয়ার দুটি রণতরী ডুবিয়ে দিয়েছে ইউক্রেন! - ছবি : সংগৃহীত

ইউক্রেন সোমবার দাবি করেছে যে বায়রাকতার টিবি-২ ড্রোন দিয়ে হামলা চালিয়ে তারা কৃষ্ণসাগরে স্ন্যাক আইল্যান্ডের কাছে দুটি রুশ টহলযান ডুবিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তুর্কি ড্রোনের এ ধরনের ব্যবহারের ফলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। কারণ রাশিয়া সাগরে তার প্রাধান্য বিস্তার করতে পারছে না।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানায়, স্ন্যাক আইল্যান্ডের কাছে সোমবার দুটি রুশ র‌্যাপ্টর বোট ডুবিয়ে দেয়া হয়েছে।

মন্ত্রণালয় আরো জানায়, আকাশ থেকে তোলা ফুটেজে হামলার পর নৌযানে কালো ও সাদা ধোয়া দেখা গেছে।

ইউক্রেন সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি তুর্কি-নির্মিত সামরিক ড্রোন সম্পর্কে বলেন, বায়রাকতারগুলো কাজ করছে।

র‌াশিয়ার র‌্যাপ্টর টহলযানগুলো তিনজন ক্রু ও ২০ ব্যক্তি বহন করতে পারে। এগুলো সাধারণভাবে মেশিনগান সজ্জিত থাকে। ল্যান্ডিং অপারেশনে এসব নৌযান বেশি ব্যবহৃত হয়।

কৃষ্ণ সাগরের স্ন্যাক আইল্যান্ড ইউক্রেন প্রতিরোধ আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে।
উল্লেখ্য, গত মাসের মাঝামাঝি সময়ে কৃষ্ণ সাগরে রুশ রণতরী মস্কভা ডুবে গিয়েছিল। রাশিয়া দাবি করেছে, রণতরীর ভেতরে বিস্ফোরণে এটি ডুবে গেছে। কিন্তু ইউক্রেন দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীটি ডুবেছে।

বিশেষজ্ঞরা বলছে, রাশিয়া কৃষ্ণ সাগরে আধিপত্য বিস্তার করলেও, ইউক্রেনের উপকূলে উভচর হামলা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। কারণ কিয়েভের ক্ষেপণাস্ত্রগুলো উপকূলের কাছাকাছি এলাকায় রুশ জাহাজগুলো ধ্বংস করতে পারে।

ব্রিটিশ গোয়েন্দা সূত্রের মতে, রাশিয়া বর্তমানে কৃষ্ণ সাগরীয় এলাকায় ২০টি রণতরী পরিচালনা করছে। তবে মনটেক্স কনভেনশনের আওতায় তুরস্ক যুদ্ধরত সকল পক্ষের নৌযান চলাচল বন্ধ করে দেয়ায় শক্তির ভারসাম্য স্থিতিশীল অবস্থায় রয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement
প্রাথমিকের শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ গোয়ালন্দে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, ৪ জনের যাবজ্জীবন অর্থনৈতিক অব্যবস্থাপনা ও বিদেশে অর্থ পাচারে জামায়াতের উদ্বেগ বর্তমান শাসকগোষ্ঠী মিথ্যার ওপরে টিকে আছে : মির্জা ফখরুল কুড়িলে রাস্তা আটকে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট অলরাউন্ডার তালিকায় যৌথভাবে শীর্ষে সাকিব ও হাসারাঙ্গা ‘ব্যাংক খাতে আড়তদার তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক’ রাজশাহীতে বাগান থেকে গুটি আম নামানো শুরু রাজশাহীতে সেলসম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগে ২ জনের মৃত্যুদণ্ড জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে : প্রধানমন্ত্রী কুষ্টিয়াতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সকল