১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলকদ ১৪৪৫
`


ইউক্রেনের সাথে আজ দ্বিতীয় বৈঠক, রাশিয়ার কঠিন শর্ত

ইউক্রেনের সাথে আজ দ্বিতীয় বৈঠক, রাশিয়ার কঠিন শর্ত - ছবি : সংগৃহীত

ইউক্রেন সংকট অবসানের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দফার বৈঠকে বসছে দুই দেশের কর্মকর্তারা। ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত থাকার মধ্যেই এই আলোচনা হচ্ছে। আর সমঝোতার জন্য রাশিয়া কঠিন শর্ত আরোপ করেছে।

রাশিয়ার কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে ইউক্রেনের প্রতিনিধিরা পোল্যান্ড-বেলারুশ সীমান্তে রওনা হয়েছেন।

রাশিয়ার পক্ষে প্রধান মীমাংসাকারী ভ্লাদিমির মেদনিস্কি রুশ মিডিয়াকে বলেছেন, ইউক্রেনের কর্মকর্তারা কিয়েভ থেকে রওনা হয়েছেন, রুশ সৈন্যরা তাদের জন্য একটি নিরাপত্তা করিডোর নিশ্চিত করছে।

ইউক্রেনের পক্ষ থেকে এখনো কিছু শোনা যায়নি।

প্রেসিডেন্ট জেলেনস্কিকে মেনে নেয়ার ইঙ্গিত

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইউক্রেনের নিরস্ত্রীকরণে রাশিয়া প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, বিভিন্ন মারণাস্ত্রের একটি তালিকা করা হয়েছে যেগুলো কখনই ইউক্রেনে মোতায়েন করা যাবে না।

লাভরভ বলেন, পুতিনের সরকার ইউক্রেনের জনগণের নেতৃত্ব নির্বাচনের অধিকার স্বীকার করে এবং ভলোদোমির জেলেনস্কিকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে রাশিয়ার কোনো অসুবিধা নেই।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নাকচ করেছে চীন
চীন বলছে , তারা অন্য দেশগুলোর মতো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং রাশিয়ার সাথে স্বাভাবিক বাণিজ্য চালিয়ে যাবে।

চীনের ব্যাংকিং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রধান গাও শুকিং বুধবার এ কথা বলেছেন।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে গাও বলেন, চীন কখনো অন্য কোনো দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে বিশ্বাস করে না, 'বিশেষ করে তা যদি এতকরফা হয়।,

তিনি বলেন, এ ব্যাপারে চীনের নীতি অবিচল।

চীন রাশিয়ার বৃহত্তম বাণিজ্য সহযোগী দেশ। রাশিয়ার অস্ত্র, জ্বালানি তেল, গ্যাস, কয়লা এবং খাদ্যশস্যের বড় ক্রেতা চীন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement