২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


ন্যাটোর বিরুদ্ধে রণপ্রস্তুতির মহড়া দিতে ভূমধ্যসাগরে রুশ নৌবাহিনী

সিরিয়ার তারতুস বন্দরে রাশিয়ার যুদ্ধজাহাজ

ন্যাটোর বিরুদ্ধে রণপ্রস্তুতির মহড়া দিতে ভূমধ্যসাগরে রুশ নৌবাহিনী - ফাইল ছবি

রাশিয়ার উত্তরাঞ্চলীয় ও বাল্টিক নৌবহরের কয়েকটি উভচর যুদ্ধজাহাজ সিরিয়ার তারতুস বন্দরে নোঙ্গর করেছে। ইউক্রেন ইস্যুতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সাথে যখন রাশিয়ার উত্তেজনা চলছে তখন রুশ নৌবহরটি সিরিয়ার বন্দরে পৌঁছাল।

দৃশ্যত পশ্চিমা দেশগুলোর সমর প্রস্তুতির মোকাবেলায় আন্তর্জাতিক পানিসীমায় নিজের শক্তিমত্তা প্রদর্শনে উদ্দেশে রাশিয়ার যুদ্ধজাহাজগুলোকে ভূমধ্যসাগরে পাঠানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, বর্তমানে সিরিয়ার তারতুস বন্দরে ছয়টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। ভূমধ্যসাগরে মোতায়েন রুশ নৌবাহিনীর জন্য প্রয়োজনীয় জ্বালানি ও রসদ সংগ্রহ করার উদ্দেশে তারতুসে গেছে এসব যুদ্ধজাহাজ।

গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির নিকটতম সমুদ্র উপকূলের পাশাপাশি ভূমধ্যসাগর, উত্তর মহাসাগর, ওখোটস্ক সাগর, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে বড় ধরনের মহড়া চালাবে রুশ নৌবাহিনী। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় এ মহড়ায় সহযোগী জাহাজসহ ১৪০টি যুদ্ধজাহাজ, ৬০টি যুদ্ধবিমান, সামরিক বাহিনীর এক হাজার ইউনিট ও প্রায় ১০ হাজার সৈন্য অংশগ্রহণ করবে।

গত ২০ জানুয়ারি ওই বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সাগর ও মহাসাগর থেকে সৃষ্ট হুমকি হতে রাশিয়াকে সুরক্ষা দিতে এই মহড়া চালানো হচ্ছে।

ভূমধ্যসাগরে রাশিয়ার নৌবাহিনীর জন্য রসদ সংগ্রহের একমাত্র বন্দর হচ্ছে সিরিয়ার তারতুস। এছাড়া, নিকটস্থ লাতাকিয়া প্রদেশের হামেইমিমে রাশিয়ার একটি স্থায়ী বিমান ঘাঁটি রয়েছে।

ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে। ন্যাটো জোট অভিযোগ করছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর উদ্দেশে দেশটির সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কো ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, আত্মরক্ষামূলক সামরিক প্রস্তুতির অংশ হিসেবে এসব সেনা মোতায়েন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
বিএসটিআইকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী ভিন্ন এক শুরুর অপেক্ষায় বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ টি ব্রডগেজ যাত্রবাহী বগি সংগ্রহে চুক্তি স্বাক্ষর কোপা আমেরিকায় প্রাথমিক স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার বিবিএস কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ইরানের শোকের দিনে সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানপন্থী ৬ যোদ্ধা নিহত নির্বাচন কমিশনারদের বেতন-সুবিধা সংক্রান্ত আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন মূলধন লাভের ওপর নতুন কর আরোপ না করতে ডিএসই চেয়ারম্যানের আহ্বান ব্যাটারিচালিত রিকশা আবার চালুর সিদ্ধান্তে যে প্রতিক্রিয়া বগুড়ায় মুদি দোকানি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন : বছরে সাশ্রয় হবে ৫০০ কোটি টাকা

সকল