২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


করোনা টিকার বুস্টার ডোজ দিবে জার্মানি

করোনা টিকার বুস্টার ডোজ দিবে জার্মানি - ছবি - সংগৃহীত

সেপ্টেম্বর থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু করবে জার্মানি। এ সময়ে ১২ থেকে ১৭ বছর বয়সীরাও যাতে এ টিকা পায় তার সুযোগ করে দেয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী জ্যা স্পান ও তার ১৬ জন সহকর্মীর বৈঠকের পর তারা এ বিষয়ে সম্মত হন। এ সময় তারা বয়স্ক ও যারা ঝুঁকিতে রয়েছে তাদের অবশ্যই বুস্টার ডোজ নেয়া উচিত বলে মত প্রকাশ করেন।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ডকুমেন্টে বলা হয়েছে, যারা অ্যাস্ট্রাজেনকার দুটি ডোজ কিংবা জনসন এন্ড জনসনের একটি ডোজ নিয়েছে তারাও বুস্টার ডোজ নিতে পারবে।

স্বাস্থ্য মন্ত্রী ও সহকর্মীদের বৈঠকে ১২ কিংবা তার বেশি বয়সীদের জন্য টিকা পাওয়া সহজ করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ, আশেপাশের দেশগুলোর তুলনায় জার্মানির সংক্রমণ পরিস্থিতি ভালো। কিন্তু টিকা নেওয়ার ধীর গতিতে দেশটি উদ্বিগ্ন। জার্মানিতে এখন পর্যন্ত ৫২ শতাংশেরও বেশি লোক টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে।


আরো সংবাদ



premium cement