০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


দীপার বর্ণাঢ্য ঈদ

দীপার বর্ণাঢ্য ঈদ -

দীপা খন্দকার, বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন নন্দিত অভিনেত্রী। যিনি বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে টানা অভিনয় করে যাচ্ছেন। তবে অভিনয় জীবনে যত ঈদের মুখোমুখি হয়েছেন তার মধ্যে এবারের ঈদুল ফিতর যেন জীবনের অন্যরকম এক ঈদ হতে যাচ্ছে; অর্থাৎ পেশাগত দিক দিয়ে জীবনের সেরা একটি ঈদ হতে যাচ্ছে তার জীবনে। কারণ একই ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা, আবার একই ঈদে ওয়েব সিরিজও প্রকাশ পাচ্ছে। দেখা যাবে তাকে নাটক ও বিজ্ঞাপনেও। যে কারণে এবারের ঈদ দীপা খন্দকারের কাছে একটি অন্যরকম ঈদ। দীপা জানান, এবারের ঈদে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জ্বীন টু’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এতে তিনি মরহুম অভিনেতা আহমেদ রুবেলের বিপরীতে অভিনয় করেছেন। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘রুমি’। যাতে নাম ভূমিকায় আছেন চঞ্চল চৌধুরী। এম ডি তৌফিকুল ইসলাম পরিচালিত ‘তোমাতে হারাই’ শিরোনামের একটি নাটক প্রচার হবে সিএমভি ইউটিউব চ্যানেলে। তবে দীপা জানান, চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম ‘আই স্ক্রিন’-এ প্রচার হবে সৈয়দ সালাহ উদ্দিন জাকী পরিচালিত সর্বশেষ সিনেমা ‘অপরাজেয়’। ঈদের সপ্তম দিন সকাল সোয়া ১০টায় সিনেমাটি প্রচার হবে। এ ছাড়াও দীপার নতুন বিজ্ঞাপন একটি প্রতিষ্ঠিত কোম্পানির লাচ্চা সেমাই প্রচারে আসবে। দীপা খন্দকার বলেন, ‘এবারের ঈদ সত্যিই আমার অভিনয় জীবনের ক্ষেত্রে একটু অন্যরকম। দেখা যেত যে, সাধারণত ঈদ এলে বিভিন্ন চ্যানেলে, ইউটিউববে নাটকই প্রচার হতো বেশি। কিন্তু এবারের ঈদে সিনেমা হলে সিনেমা মুক্তি পাচ্ছে, ওটিটিতে ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে, আবার ওটিটিতে সিনেমাও মুক্তি পাচ্ছে। ইউটিউবেও নাটক প্রচার হবে, বিজ্ঞাপনও প্রচারে আসবে টেলিভিশনে। তাই সব মিলিয়ে বলা যায় পেশাগত দিক বিবেচনায় এবারের ঈদ চারিদিক দিয়ে একটি পরিপূর্ণ ঈদ। আলহামদুলিল্লাহ। আমার ভক্ত দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা আমার অভিনীত কাজগুলো দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটি কাজই খুব ভালো। আর জাকী স্যারের কথা খুব মনে পড়ছে। তিনি ‘অপরাজেয়’ সিনেমাটি নির্মাণ করে গেছেন। কিন্তু দর্শকের রেসপন্সটা দেখে যেতে পারলেন না। এই সিনেমায় আফজাল ভাইয়ের সাথে অভিনয় দারুণ অভিজ্ঞতা ছিল।’


আরো সংবাদ



premium cement
পেটের দায়ে কাজে আসছি থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান, প্রশংসা ট্রাম্পের আজ আধাবেলা বাস চলাচল বন্ধ থাকবে মিয়ানমার : যুদ্ধ আর জোরপূর্বক সেনাবাহিনীতে যোগদান এড়াতে শরণার্থীদের সীমান্ত পাড়ি যেভাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়েছিল মালদ্বীপ ভারত থেকে চীনমুখী হওয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ, ব্যাপক গ্রেফতার নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ

সকল