০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


এই ঈদেও আলোচনার বুবলী

-

শবনম বুবলী, বাংলাদেশের সিনেমার এই মুহূর্তে সবচেয়ে ব্যস্ততম নায়িকা। একের পর এক তিনি সিনেমাতে অভিনয় করে যাচ্ছেন। তার অভিনীত সর্বশেষ আলোচিত সিনেমা ছিল চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমাটি। এতে পুরো সিনেমার মধ্যে তার অভিনয়ই সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। বলা যায় প্রহেলিকাতে তার দুর্দান্ত অভিনয় দেখে তার দেশ-বিদেশে তার ভক্ত যেমন বেড়েছে ঠিক তেমনি তার কাজও বেড়েছে দ্বিগুণ গতিতে। আগামী ঈদে বুবলী অভিনীত দু’টি সিনেমা মুক্তি পাবে। একটি জসীম উদ্দিন জাকিরের ‘মায়া দ্য লাভ’ এবং অন্যটি মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’। ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলীর বিপরীতে আছেন শরীফুল রাজ। ‘মায়া দ্য লাভ’-এ তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন, সাইমন ও রোশান। ‘দেয়ালের দেশ’ সিনেমার ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ গানে নিজের উপস্থিতি দিয়ে এরই মধ্যে দর্শককে মুগ্ধ করেছেন বুবলী। এ ছাড়া দু’দিন আগে প্রকাশিত ‘মায়া দ্য লাভ’ সিনেমার ‘তুমি ছাড়া চাই না কিছু’ গানেও বুবলীর গ্ল্যামারাসন উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। দর্শকের মনে এই দুই সিনেমা নিয়ে এরই মধ্যে ভীষণ প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বুবলী বলেন, ‘আমি আমার ভক্ত দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমার দু’টি সিনেমার দু’টি গানই তারা ভীষণভাবে পছন্দ করেছেন। আমার বিশ্বাস দু’টি সিনেমাও তাদের ভীষণ ভালো লাগবে। দু’টি সিনেমার গল্প দুই রকম। দু’জন পরিচালকই যথেষ্ট শ্রম দিয়ে তাদের মেধা দিয়ে সিনেমা দু’টো নির্মাণ করার চেষ্টা করেছেন। দু’টি সিনেমাতে আমার দুই ধরনের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আমি কী পরিমাণ শ্রম দিয়েছি তা ভাষায় প্রকাশের নয়। অভিনয়ের প্রতি মনে প্রাণে প্রেম থাকতে হয়। সেই প্রেমটি আমার আছে বলেই আমার কাছে আসার চরিত্রগুলো নিজের মধ্যে লালন করে আমি আমার শতভাগ চেষ্টা দিয়ে অভিনয় করি। আমার বিশ্বাস দুটো সিনেমাই দর্শকের মন ভরিয়ে দেবে। আর আমার জন্য দোয়া-আশীর্বাদ করবেন যেন আগামীতে আমি আরো ভালো ভালো সিনেমা দর্শককে উপহার দিতে পারি।’


আরো সংবাদ



premium cement
স্মিথকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা পেটের দায়ে কাজে আসছি থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান, প্রশংসা ট্রাম্পের আজ আধাবেলা বাস চলাচল বন্ধ থাকবে মিয়ানমার : যুদ্ধ আর জোরপূর্বক সেনাবাহিনীতে যোগদান এড়াতে শরণার্থীদের সীমান্ত পাড়ি যেভাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়েছিল মালদ্বীপ ভারত থেকে চীনমুখী হওয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ, ব্যাপক গ্রেফতার নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সকল