১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হলেন মৌমিতা, প্রমি ও তরিক

বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হলেন মৌমিতা, প্রমি ও তরিক -

জাতীয় গণমাধ্যম ‘বাংলাদেশ বেতার’-এর তালিকাভুক্ত শিল্পী হলেন এই প্রজন্মের তিনজন সঙ্গীতশিল্পী ফেরদৌসী মৌমিতা, তামান্না প্রমি ও মো: তরিকুল ইসলাম মৃধা। গত ৫ মার্চ বাংলাদেশ বেতার থেকে এক ক্ষুদে বার্তায় শিল্পী তিনজন এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন। এখন থেকে তারা নিয়মিত বাংলাদেশ বেতারে গান গাইতে পারবেন। বিভিন্ন জাতীয় উৎসব ছাড়াও নিয়মিত বাংলাদেশ বেতারে নানান ধরনের আয়োজনে নতুন নতুন গান রেকর্ড করা হয়ে থাকে। অন্যান্য তালিকাভুক্ত শিল্পীদের সাথে এখন থেকে মৌমিতা, প্রমি ও তরিকও গাইতে পারবেন। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এই তিনজন শিল্পী। মৌমিতা বলেন, ‘আমার সঙ্গীত জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। আমার মতো একজন আপাদমস্তক সঙ্গীতপ্রেমীর জন্য এটা এক বিশাল পাওয়া। সবার দোয়া এবং আমার গুরুদের আশীর্বাদে এর ফলাফল পেলাম। আমার গান শেখার হাতেখড়ি বাবার হাতে, তিনিই আমার প্রথম গুরু। বাবার স্বপ্ন পূরণ হলো আজ, কিন্তু বাবা নেই! আমি জানি কোথাও না কোথাও থেকে বাবা নিশ্চয়ই দেখছেন এবং খুশি হয়েছেন। সবাই দোয়া করবেন যেন আরো সামনে এগিয়ে যেতে পারি। সব প্রশংসা মহান আল্লাহর। ’


আরো সংবাদ



premium cement