০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সিনেমায় গাইলেন মমতাজ

-

সরকারি অনুদানে নির্মিত মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ সিনেমায় গানটি হিট হওয়ার পর প্রত্যেক নির্মাতাই যেন তার সিনেমায় বাংলাদেশের বাউল সম্র্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমকে দিয়ে একটি প্লেব্যাক (সিনেমার গান) করানোর চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় হৃদি হক তার সরকারি অনুদানে নির্মিত সিনেমাতেও মমতাজকে দিয়ে একই গান করালেন। গানটির কথা হচ্ছে ‘যাওরে পঙখি উইড়া যাওরে, যাওরে তুমি যাওরে’। গানটি লিখেছেন ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার পরিচালক হৃদি হক। সুর সঙ্গীত করেছেন কলকাতার দেবজ্যোতি মিশ্র। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ে অংশ নেন মমতাজ বেগম। গানটি প্রসঙ্গে মমতাজ বেগম বলেন, ‘গানটির কথা, সুর সঙ্গীতায়োজন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে গানের কথা যেমন প্রাণ ছুঁঁয়ে গেছে, সুরও হৃদয়ে গেঁথে গেছে। যে কারণে গাইতেও আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি বলতে কী, এখন তো আর দিন-রাত ব্যস্ত থেকে প্লেব্যাক করা হয় না। এই সময়ে এসেই শুধু নয়, আমি সবসময়ই খুব বেছে বেছে সিনেমার গান গাই। সর্বশেষ মীর সাব্বিরের রাত জাগা ফুল গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। যেখানেই যাই এই গানের জন্য বিশেষভাবে অনুরোধ আসে। একটি সিনেমায় একটি গান যদি শ্রোতা দর্শকের কাছে ভালো লেগে যায় তবে সেই গানটি সিনেমার জন্যও ভীষণ পজিটিভ।


আরো সংবাদ



premium cement