০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


আটকে আছে জয়া আহসানের ৫ সিনেমা

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রীয় জয়া আহসান অভিনীত প্রায় শেষ হয়ে যাওয়া পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। করোনার কারণে এই পাঁচটি সিনেমার মধ্যে কয়েকটি সিনেমা এরই মধ্যে মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত একটি সিনেমাও মুক্তির কোনো উপায় থাকছে না। জয়া আহসান জানান, কলকাতায় প্রায় শেষ হয়ে আছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’ ও সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’। এই তিনটি সিনেমায়ই আমাদের জয়া আহসান অভিনয় করছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। আবার বাংলাদেশের নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার কাজও প্রায় শেষ হয়ে আছে। এই দু’টি সিনেমাও করোনার কারণে আটকে আছে। সব কিছু ঠিক থাকলে এই দু’টি সিনেমাও হয়তো এরই মধ্যে দর্শক দেখতে পেতেন। কিন্তু জয়া আহসান অভিনীত এই পাঁচটি সিনেমারই মুক্তি আপাতত অনিশ্চিত রয়েছে। জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী, ঝরা পালক, ভূতপরী, পেয়ারার সুবাস কিংবা বিউটি সার্কাস যে সিনেমার কথাই বলি না কেন, প্রতিটি সিনেমারই গল্প সত্যিকার অর্থেই অন্যরকম, অসাধারণ। আমার ভক্ত দর্শক সিনেমায় আমার গল্প নির্বাচন সম্পর্কে বেশ ভালোভাবে অবগত। এই সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক হয়তো প্রতিটি সিনেমাতেই আমার চরিত্রে তাদের ভালো লাগা খুঁজে পেতেন। কিন্তু যেহেতু এখন সারা বিশ্বই আসলে করোনা পরিস্থিতির কারণে থমকে আছে, যেখানে বেঁচে থাকাটাই এখন মানুষের কাছে প্রতিনিয়ত যুদ্ধের ব্যাপার সেখানে আসলে সিনেমা মুক্তির কথা অনেক দূরের বিষয়। করোনার এ পরিস্থিতিতে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে, সবাইকে সবার পাশে থাকতে হবে। কেউ অসুস্থ হলে তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সবাই মিলেমিশে করোনার এই ক্রান্তিকালটা ধৈর্য ধরে পার করতে হবে। মানুষকে আগে সুস্থ সুন্দরভাবে বাঁচতে হবে। তার পর না হয় বিনোদনের কথা ভাবা যাবে। সৃষ্টিকর্তা আমাদের ওপর সহায় হন, এটাই এখন বড় চাওয়া।’ তবে এবারের জন্মদিন নিয়ে তার নিজের কোনো বিশেষ আয়োজন নেই। জয়া আহসান বলেন, ‘চারিদিকে যে অবস্থা, এমতাবস্থায় আসলে নিজের জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনাই নেই। তবে হ্যাঁ, এর আগে বেশ কয়েকটি জন্মদিনে আমার পরিবারের কাছে থাকতে পারিনি শুটিং থাকার কারণে। এ বছর জন্মদিনটা আম্মুর সাথে থাকতে পারছি, পরিবারের কাছে থাকতে পারছি, এটি একটা বড় প্রাপ্তি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।’ সর্বশেষ নন্দিতা রায় ও শিবপ্রসাদ পরিচালিত ‘কণ্ঠ’ ও অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমাতে জয়া আহসানের অভিনয় বেশ প্রশংসিত হয় দুই বাংলায়।
ছবি : গোলাম সাব্বির

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল