০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


সম্মাননা নিয়ে আবেগাপ্লুত অর্ষা

-

গেলো ১৩ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে বাংলাদেশের আন্তর্জাতকি খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লার সুরে রাজা কাশেফের সঙ্গীতায়োজনে আশা ভোসলের গাওয়া ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ গানটি। গানটির মিউজিক ভিডিওতে অনবদ্য অভিনয়ের কারণে প্রশংসিত হয়েছেন নাট্যাঙ্গনের নন্দিত অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। গানটি প্রকাশের পা থেকে যতগুলো নাটকের কাজ কিংবা টেলিফিল্মের কাজে অংশ নিয়েছেন অর্ষা প্রত্যেকটি কাজেই তার সহশিল্পী থেকে শুরু করে নির্মাতারাও তার অভিনয়ের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, তার ভক্ত দর্শকেরাও গানটিতে তার অসাধারণ অভিনয়ের প্রশংসা করেছেন। যে রুনা লায়লার গান শুনে শুনে ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন, বড় হয়েছেন সেই রুনা লায়লার সুর করা গানে কোনো দিন মডেল হবেনÑ এটা যেন অর্ষার কল্পনাতেও ছিল না। কিন্তু কেমন করেই যেন সব হয়ে গেল। রুনা লায়লার সুর করা আশা ভোসলের গানে মডেল হওয়া যেন অর্ষার কাছে অনেক বড় প্রাপ্তি। তবে তার চেয়েও আরো অনেক বড় প্রাপ্তির ঘটনা ঘটেছে অর্ষার জীবনে। গেল শুক্রবার অর্ষা জীবন্ত কিংবদন্তি রুনা লায়লারই হাত থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা গ্রহণ করলেন। রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত প্যানপ্যাসিফিক সোনারগাঁওতে স্টার প্লাস কমিউনিকেশন সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করে। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি রুনা লায়লার হাত থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি গ্রহণ করেন। জীবনের অন্যতম এই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে মাকে সাথে নিয়ে গিয়েছিলেন অর্ষা। রুনা লায়লার হাত থেকে সম্মাননা গ্রহণ প্রসঙ্গে নাজিয়া হক অর্ষা বলেন, ‘অনেক শ্রদ্ধা, ভালোবাসা রুনা ম্যাডামের জন্য।


আরো সংবাদ



premium cement
ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি গুচ্ছের‘বি' ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩১ হাজার মানুষের হাত-পা কেটে নিজেই ‘অপারেশন’ করতেন মিল্টন সমাদ্দার : হারুন প্রধানমন্ত্রীর সাথে নারী ক্রিকেটারদের প্রতিনিধি দলের সাক্ষাৎ পরিবেশ রক্ষায় গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আরেক মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার জনগণের পাশে দাঁড়ানোর কারণেই আস্থা অর্জন করেছে সেনাবাহিনী : প্রধানমন্ত্রী ৩ মাসের গর্ভবতী স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ ১০ মে’র ডেডলাইনের আগেই সেনা প্রত্যাহার নিয়ে পর্যালোচনা ভারত-মালদ্বীপের রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে নিহত ২ সখীপুরে বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণের ইটের খোয়ার স্তুপ, দুর্ভোগে শিক্ষার্থীরা

সকল