১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


ভারত থেকে ফিরেই ব্য¯Í দীপা-মৌ

-

বছরের শুরুতেই পরিবারসহ দেশের বাইরে ভারতে ঘুরতে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ। গত সপ্তাহে তারা দু’জন টানা বেশ কয়েক দিন ভারতের কলকাতার বিভিন্ন স্থানে নিজেদের মতো সময় কাটিয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরেই দীপা ও মৌ নিজেদের পেশাগত কাজে ব্য¯Í হয়ে উঠেছেন। এরই মধ্যে দীপা ও মৌ এক সাথে একটি ধারাবাহিক নাটকের কাজও করেছেন। নাটকটির নাম ‘সুতোয় বাঁধা সুখের পায়রা’। এটি নির্মাণ করছেন রুলীন রহমান। বছরের শুরুতেই পরিবার নিয়ে দেশের বাইরে ঘুরে আসা প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘মৌয়ের সাথে আমার সম্পর্কটা পারিবারিক। যে কারণে তার সাথে পরিকল্পনা করেই আসলে ঘুরতে যাওয়া। আমরা দু’জনের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার। যে কারণে সময়টা দারুণ কাটে। বছরের শুরুতেই আমরা দু’জন পরিবার নিয়ে ঘুরে এলাম। সময়টা বেশ উপভোগ্য ছিল। দেশে ফিরেই পেশাগত কাজে যথারীতি ব্য¯Í হয়ে উঠেছি। নতুন বছরের শুরুটা এক কথায় বেশ ভালো কাটল।’ মৌ বলেন, ‘দীপা আপুর সাথে গল্প করতে, আড্ডা দিতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। তাই দেশের বাইরে ঘুরতে যাওয়ার ÿেত্রে তার সঙ্গটা আমার কাছেও বেশ উপভোগ্যের। তিনি যেমন আমাকে বেশ বুঝেন, আমিও তাকে অন্তর দিয়েই বুঝার চেষ্টা করি। সব মিলিয়ে বছরের শুরুটা পরিবারসহ শিশুদের নিয়ে খুব চমৎকার সময় কাটল।’ ভারত থেকে ফিরে এসেই দীপা খন্দকার দূরন্ত টিভির নতুন ধারাবাহিক সৈম নজরুল পরিচালিত ‘মেছো তোতা গেছো ভ‚ত’ নাটকের কাজ শুরু করেছেন। এই ধারাবাহিকের শুটিং চলছে। তাহমিনা সুলতানা মৌ জানান, আগামী ২০ জানুয়ারি আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক আল হাজেন পরিচালিত ‘ছায়াছবি’র শুটিংয়ে এবং ২৬ জানুয়ারি বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক বদরুল আনাম সৌদ পরিচালিত ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকের শুটিং করবেন। এ দিকে গত বিজয় দিবসে বিটিভিতে ড. ইনামুল হকের রচনায় বিটিভির প্রযোজনায় প্রচারিত হয়েছে ‘মেঘ ভাঙা রোদ’ নাটকটি। এতে দীপা খন্দকারের অভিনয় বেশ প্রশংসিত হয়। এই নাটকেও অভিনয় করেছিলেন তাহমিনা সুলতানা মৌ। দীপা খন্দকার অভিনীত প্রথম সিনেমা ছিল জয়দীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান’। এতে দীপা খন্দকার শাকিব খানের বোনের চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন। অবশ্য এরপরও দীপা খন্দকার আরো বেশ কয়েকটি বাণিজ্যিক সিনেমায় কাজ করার প্র¯Íাব পেয়েছিলেন। কিন্তু গল্প এবং চরিত্র পছন্দ না হওয়ায় দীপা কাজ করতে সম্মতি দেননি।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement
প্রাথমিকের শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ গোয়ালন্দে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, ৪ জনের যাবজ্জীবন অর্থনৈতিক অব্যবস্থাপনা ও বিদেশে অর্থ পাচারে জামায়াতের উদ্বেগ বর্তমান শাসকগোষ্ঠী মিথ্যার ওপরে টিকে আছে : মির্জা ফখরুল কুড়িলে রাস্তা আটকে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট অলরাউন্ডার তালিকায় যৌথভাবে শীর্ষে সাকিব ও হাসারাঙ্গা ‘ব্যাংক খাতে আড়তদার তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক’ রাজশাহীতে বাগান থেকে গুটি আম নামানো শুরু রাজশাহীতে সেলসম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগে ২ জনের মৃত্যুদণ্ড জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে : প্রধানমন্ত্রী কুষ্টিয়াতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সকল