০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


শ্রেষ্ঠ করদাতা ববিতা-মমতাজ ও তাহসান

-

গত ৫ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটে অভিনেত্রী ক্যাটাগরিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা, আনিসুল ইসলাম হিরু, শাকিব খান ও গায়ক-গায়িকা ক্যাটাগরিতে মমতাজ, তাহসান, এস ডি রুবেলের নাম প্রকাশিত হয়। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে শ্রেষ্ঠ করদাতার পুরস্কার গ্রহণ করেন ববিতা, মমতাজ, তাহসান। অনুষ্ঠানে একই টেবিলে পাশাপাশি বসে নিজেদের অর্জন সম্পর্কে নানান অভিজ্ঞতাও শেয়ার করেন তারা তিনজন। দেশের বাইরে আবুধাবি থাকায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি শাকিব খান। তবে আনিসুল ইসলাম হিরু ও এস ডি রুবেল অনুষ্ঠানে উপস্থিত থেকে সেরা করদাতার পুরস্কার গ্রহণ করেন। পাশাপাশি ক্রেস্ট ও সার্টিফিকেটও গ্রহণ করেন। সেরা করদাতার পুরস্কার পেয়ে ববিতা বলেন, ‘এত দিন তো আসলে অভিনয়ের জন্য রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছি। তবে এবারের পুরস্কারটা সত্যিই অন্যরকম। কারণ একজন সচেতন নাগরিক হিসেবে দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি নিয়মিত কর দিয়ে থাকি। কারণ আমাদের দেয়া কর থেকেই দেশকে উন্নয়নের কাজে লাগানো হয়। বিষয়টি সবারই ভাবনায় রেখে নিয়মিত কর পরিশোধ করা উচিত বলে আমি মনে করি। আমাকে উৎসাহিত করার জন্য রাষ্ট্র আমাকে সেরা করদাতা হিসেবে যে সম্মান দিয়েছে তাতে আমি ভীষণ সম্মানিত বোধ করছি। অর্থমন্ত্রণালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ।’ মমতাজ বলেন, ‘সেরা করদাতা হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি আমার জন্য অনেক বড় একটি সম্মাননা প্রাপ্তি। সত্যি বলতে কি, কর দেয়া তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমার যা যা দায়িত্ব সবই আমি সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করি। করও তেমন একটি। আমি মনে করি, প্রত্যেক নাগরিকেরই কর দেয়ার ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমি একজন নাগরিক হিসেবে গর্বিত। আমি এখনো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গানের জন্য কষ্ট করি, অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেই সেখান থেকে একটি অংশ কর দেই।’ গতকাল রাতে তাহসান আমেরিকার উদ্দেশে রওনা হয়েছেন। যাওয়ার আগে তাহসান বলেন, ‘এ নিয়ে সেরা করদাতা হিসেবে আমার দ্বিতীয়বার পুরস্কারপ্রাপ্তি। যেহেতু দেশের বাইরে আমাকে অনেক সময়ই যেতে হয়, তাই একজন সিআইপি হিসেবে বিমানবন্দরে যে আন্তরিক সেবা পাওয়া যায়, সেটা ভালো লাগার। একজন সঙ্গীতশিল্পী হিসেবে আমি যখন পেশা হিসেবে কাজ শুরু করি, তখন অনেকেই বলেছিলেন মিডিয়াতে জীবনটা অনেক সময়ই অর্থনৈতিকভাবে ভালো হয় না। তাদের সেই কথার জবাব দিতে আমি গানকে সম্পূর্ণ পেশা হিসেবে নিয়েছি, পাশাপাশি শিক্ষকতা করেও বিগত একযুগ ধরে নিয়মিত কর দিয়ে আসছি। যার ফল হিসেবে আমি দুইবার সেরা করদাতা হয়েছি।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল