০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


এক সাথে মনোজ-নীলা

-

প্রথমবারের মতো একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন এই সময়ের দুই তরুণ অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক ও নীলাঞ্জনা নীলা। নাটকের নাম ‘উড়ো মেঘের বসন্ত’। চলতি সপ্তাহেই রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। একটি ভিন্নধর্মী গল্পের নাটক ‘উড়ো মেঘের বসন্ত’ নাটক দিয়েই একসঙ্গে নাটকে প্রথম কাজ করা হলো মনোজ নীলা’র। তবে এর আগে তারা দু’জন একটি টিভি চ্যানেলের একটি শো’তে অংশ নিয়েছিলেন। যেহেতু মনোজ একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তাই তাকে নাটকে শিডিউল দিতে হয় একটু বুঝেশুনে। দর্শক এবং নির্মাতাদের কাছে মনোজের চাহিদা থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা ভেবেই অনেক বেশি নাটকে কাজ করারও সুযোগ নেই তার। কিন্তু তারপরও ভালো গল্প পেলে মনোজ চেষ্টা করেন তা করতে। ‘উড়ো মেঘের বসন্ত’র ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মনোজ প্রামাণিক বলেন, ‘নাটকের গল্পটা বেশ সুন্দর। যে কারণে গল্পের সাথে মিল রেখেই পুরনো নাম বাদ দিয়ে নাটকটির নতুন নাম রাখা হয়েছে উড়ো মেঘের বসন্ত। নীলার সাথে নাটকে আমার এটাই প্রথম কাজ ছিল। নীলা খুব ভালো অভিনয় করে। দারুণ সহযোগিতাপরায়ণও। কাজ করার আগে একটু ভেবেছিলাম, না জানি কেমন হয়। কিন্তু কাজ করতে গিয়ে গল্পের ভেতরে প্রবেশ করে আমরা কাজটা বেশ উপভোগ করেছি। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’ নির্মাতা তারেক রহমান জানান শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা বলেন,‘নির্মাতা তারেক রহমানের সাথে এটা আমার প্রথম কাজ ছিল। মনোজ ভাইয়ার সঙ্গে ঠিক তাই। তিনি খুব ভালো অভিনয় করেন। প্রথম কাজেই তার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। যে কারণে দু’জনের মধ্যে বোঝাপড়াও ভালো ছিল। তাই কাজটি বেশ ভালো হয়েছে। ’ নীলা জানান এ নাটকে অভিনয় করতে গিয়ে বৃষ্টিভেজা দৃশ্যে অভিনয় করে কিছুটা অসুস্থ হয়েছিলেন।’ গেল ভালোবাসা দিবসে নীলা তাসরিফ খানের ‘চৌধুরী সাহেব’ ও জুবায়ের জিসানের ‘ভুলে ভরা কবিতা’ শিরোনামের দুটি গানে মডেল হয়েছেন। এ ছাড়া ইফতেখার আহমেদ অসীমের নির্দেশনায় ‘মিস্টার ম্যাংগো’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এ দিকে, ভালোবাসা দিবসে মনোজ অভিনীত মাবরুর রশীদ বান্নাহর ‘ যে যেখানে দাঁড়িয়ে’, কল্লোলের ‘প্রথম প্রেম’ নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এ ছাড়া, রেদওয়ান রনি নির্দেশিত মনোজ অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাড রোজ’ও বেশ আলোচনায় আসে।

 


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল