০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


গোলাম মুস্তাফা আবৃত্তি পদকে ভূষিত হলেন আসাদুজ্জামান নূর

-

‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’ আয়োজিত একুশের প্রথম প্রহর উদ্যাপন ও গোলাম মুস্তাফা আবৃত্তি পদক প্রদান অনুষ্ঠিত হলো গেল ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। অনুষ্ঠানে দীর্ঘদিন আবৃত্তিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে ‘গোলাম মুস্তাফা পদক’-এ ভূষিত করা হয়। আসাদুজ্জামান নূরকে উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সুবর্ণা মুস্তাফা এবং তার হাতে ‘গোলাম মুস্তাফা পদক’ তুলে দেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। দীর্ঘ ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে একই অনুষ্ঠান আয়োজন করে আসছে ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’। আসাদুজ্জামান নূরের হাতে ‘গোলাম মুস্তাফা পদক’ তুলে দেয়ার পর সুবর্ণা মুস্তাফা বলেন, ‘বাংলাদেশে আবৃত্তিকে জনপ্রিয় করার পেছনে নূর ভাইয়ের বিরাট ভূমিকা রয়েছে। যতদিন ধরে এই অনুষ্ঠান হচ্ছে, প্রতিটি অনুষ্ঠানেই নূর ভাই উপস্থিত থেকেছেন। আমি মনে করি, বাংলা ভাষার সঠিক চর্চা পরিবার থেকেই হওয়া জরুরি। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের ত্যাগকে শ্রদ্ধা জানাতে শুদ্ধ বাংলা ভাষার চর্চাটা ভীষণ জরুরি। নূর ভাইকে অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। আসাদুজ্জামান নূর বলেন, ‘ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধেয় গোলাম মুস্তাফা ভাইয়ের প্রতিও শ্রদ্ধা রইলো। সত্যি বলতে কী আমি তো এই আবৃত্তি সমন্বয় পরিষদের ঘরের লোক। আমাকে যখন এই পদক দেয়ার জন্য চূড়ান্ত করা হচ্ছিল, তখন আমিই বলছিলামÑ এটা কেমন দেখাবে। তারপরও শেষ পর্যন্ত এই পদক নিতে এসে কিছুটা বিব্রত হয়েছি। তবে এই পদকে যে সবার ভালোবাসা রয়েছে সেটাই আমার জন্য অনেক ভালোলাগা। সবাইকে ধন্যবাদ।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল