০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


শাবনূরের জন্মদিন উদযাপিত

-

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নায়িকা শাবনূরের জন্মদিন ছিল গেল ১৭ ডিসেম্বর। জন্মদিন নিয়ে বিশেষ কিছু করার কোনো পরিকল্পনা ছিল না নন্দিত এই নায়িকার। কিন্তু ছোট বোন ঝুমুর অস্ট্রেলিয়া থেকে এসেছেন শুধু তার বড় বোন নূপুর। অর্থাৎ শাবনূরের জন্মদিন সেলিব্রেট করার জন্য। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় শাবনূরের বাসার ছাদে ছোট বোন ঝুমুর শাবনূরের জন্মদিনকে ঘিরে বেশ আয়োজন করেন। নানান রঙে সাজানো হয় ছাদের বিশেষ সেই কক্ষটি। সন্ধ্যার পর বড় বোনের চোখ বন্ধ করে যখন ছাদে নিয়ে গেলেন তখন ছোট বোন ঝুমুরের আয়োজন দেখে বিস্মিত হন। শাবনূর খুশিতে বলে ওঠেন, ‘ঝুমুর এ আমি কী দেখছি, নিজের চোখে বিশ্বাস হচ্ছে না।’ ছোট বোনের এমন আকস্মাৎ আয়োজনে খুব খুশি হন শাবনূর। শাবনূরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সেই আয়োজনে শামিল হয়েছিলেন চিত্রনায়ক ওমর সানী, অমিত হাসান, চলচ্চিত্র পরিচালক সাদেক সিদ্দিকী, চিত্রনায়িকা পপি, আয়না, শাহনূর, রেসি, আন্না, বিপাশা কবির, শারমিন শিলা, চিত্রনায়ক নাদিম, অভিসহ শাবনূরের চাচাতো বোন সঙ্গীতশিল্পী কবিতাসহ আরো অনেকেই। সিনেমার আলোচিত স্থির চিত্রগ্রাহক শাহ সুলতানের ক্যামেরায় শাবনূরের জন্মদিনের বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দী করা হয়। রাত প্রায় ৯টায় জন্মদিনের কেক কাটা হয়। সে সময় শাবনূরের পাশে ছিলেন শাবনূরের মা-বোনসহ সব শিল্পী। শাবনূর বলেন, ‘আজকের এই আয়োজন নিয়ে আমার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু আমার ছোট বোন ঝুমুর গোপনে এত কিছু করে ফেলেছে তা আমার জানা ছিল না। যারা আমার জন্মদিনে আমাকে দোয়া করতে, শুভেচ্ছা জানাতে এসেছেন তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সত্যিই প্রিয় মুখদের জন্মদিনে কাছে পেয়ে ভীষণ ভালো লেগেছে।’ রাতের খাবারের পর মঞ্চে উঠে সঙ্গীত পরিবেশন করেন চিত্রনায়ক ওমর সানী। শুরুতেই তিনি তার অভিনীত শান্তি চাই সিনেমার ‘আমি মাটির পৃথিবীতে এসে দুঃখ পেলাম/শুধু দুঃখ পেলাম মাটির মানুষকে ভালোবেসে’। এরপর তিনি অমিত হাসান, শাবনূর ও পপির অনুরোধে ‘আশপাশে কেউ নেই দরজাও বন্ধ’ ও ‘আকাশেতে লক্ষ তারা’ পরিবেশন করেন। এরপর অমিত হাসান পরিবেশন করেন ‘আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে’। এরপর শাবনূরের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে জাজের কর্ণধার প্রযোজক আবদুল আজিজের স্ত্রী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি পরিবেশন করেন। এতে শাবনূরও তার সাথে গেয়ে ওঠেন। গভীর রাত পর্যন্ত শাবনূরের জন্মদিন উদযাপিত হয়।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল