১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


মুহিনের সুরসঙ্গীতে গাইলেন সৈয়দ আব্দুল হাদী

-

এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক মুহিন খানের সুরসঙ্গীতে একটি নতুন মৌলিক গানে কণ্ঠ দিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। জামাল হোসেনের লেখা এবং মুহিনের সুরসঙ্গীতে ‘দখিনা বাতাস’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন আব্দুল হাদী। গেলো সপ্তাহে রাজধানীর মগবাজারের গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। গানটি প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন,‘ মুহিন এতো চমৎকার সুর করে তা আমার ভাবনায় ছিল না। গানের কথা, সুর সঙ্গীতায়োজন আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদের গানটি মনে ধরবে।’ মুহিন বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য যে হাদী স্যার আমার সুরসঙ্গীতে গান গেয়েছেন। আমার সঙ্গীত জীবনের এক অন্যরকম অর্জনও এটা। স্যার আমাকে অনেক ¯েœহ করেন, ভালোবাসেন। আমার সুরসঙ্গীতে স্যার এতটা আন্তরিকতা নিয়ে গানটি করবেন আমি কল্পনাও করিনি। স্যারের প্রতি আমি কৃতজ্ঞ যে আমার মতো একজন অতি সাধারণের কাজ তিনি আন্তরিকতা নিয়ে করেছেন। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত, আনন্দিত।’ মুহিন খান জানান, আগামী ঈদে রঙ্গন মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ হবে। এ দিকে প্রথমবারের মতো একটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন মুহিন খান। ডায়েল রহমানের নির্দেশনায় ‘হিরো পুলিশ’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন মুহিন খান। মুহিন বলেন,‘ সিনেমায় গান গেয়েছি এর আগে অনেকবার। কিন্তু এবার সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়ে ভীষণ ভালো লাগছে।


আরো সংবাদ



premium cement
ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রাইসির মৃত্যু হলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট মিরসরাইয়ে ফের মিললো অবিস্ফোরিত গ্রেনেড, পরে ধ্বংস প্রচারণার গাড়ি ভাঙচুর মারধর, মানববন্ধন সামরিক মহড়ায় অংশ নিতে কম্বোডিয়ায় দু’টি চীনা যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ওয়াশিংটন হাতিয়ায় হরিণের গোশত জব্দ করেছে কোস্ট গার্ড আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

সকল