২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সংসদে নারী সদস্য কমছে

সংসদে নারী সদস্য কমছে - নয়া দিগন্ত

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি নারী প্রার্থী, ৯২ জন অংশ নিয়েছেন। ৯২ জনের মধ্যে ১৯ জন নারী প্রার্থী জয়লাভ করেছেন।

তার মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ১৫ জন নারী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারজন।

তবে, স্বতন্ত্র প্রতীকে জয়ী চার নারীই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত বা আওয়ামী পরিবারের সন্তান।

আওয়ামী লীগের জয়ী প্রার্থীরা হলেন বর্তমান সংসদের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), স্পিকার শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩), সাহাদারা মান্নান (বগুড়া-১), জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্চ-২), হাবিবুন নাহার (বাগেরহাট-৩),সুলতানা নাদিরা (বরগুনা-২), আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর সদস্য মতিয়া চৌধুরী (শেরপুর-২), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), সাগুফতা ইয়াসমিন (মুন্সীগঞ্জ-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনী (চাঁদপুর-৩), খাদিজাতুল আনোয়ারা (চট্রগ্রাম-২) ও শাহীন আক্তার (কক্সবাজার-২)।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (প্রস্তাবিত) সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (গাইবান্ধ্যা-১)। বর্তমান সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম (মাদারীপুর-৩)। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা (সুনামগঞ্জ-২) ও আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী(হবিগঞ্জ-১)।

বর্তমান একাদশ সংসদে সরাসরি ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্য রয়েছে ২২ জন। সেই হিসেবে আগামী দ্বাদশ সংসদে নারী সংসদ সদস্যের সংখ্যা কমে আসছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement