২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


যত ভোট পেলেন ২ ট্রান্সজেন্ডার প্রার্থী

যত ভোট পেলেন ২ ট্রান্সজেন্ডার প্রার্থী - নয়া দিগন্ত

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার প্রার্থীরা অংশ নিলেও দুজনের কেউ জিততে পারেননি।

রংপুর-৩ আসনের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ট্রান্সজেন্ডার আনোয়ারা ইসলাম রানী।

আর গাজীপুর-৫ আসনের প্রথমবারের বাংলাদেশ সুপ্রিম পার্টির দলীয় মনোনয়ন পেয়ে আলোচনায় ছিলেন ট্রান্সজেন্ডার প্রার্থী উর্মি।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, রংপুর-৩ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে জিএম কাদের লাঙ্গল মার্কা নিয়ে ৮১ হাজার ৮৬১ ভোটে জয়ী হয়েছেন।

আর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারা ইসলাম রানী ঈগল মার্কা নিয়েছেন পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট।

নির্বাচনের পরাজয়ের পরে রানী ভয়েস অফ আমেরিকাকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, 'আমি এই ফলাফল মনে নিয়েছি। এই নিয়ে আমার কোনো আপত্তি নেই। রংপুরের মানুষ যে আমাকে এতোটা ভালোবাসা দিয়েছে, তাতে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি।'

আর গাজীপুর- ৫ আসনে আটজন প্রার্থী মধ্যে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান ৬১ হাজার ৬৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার প্রধান নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি পেয়েছেন ৫০ হাজার ৬৯৬ ভোট।

তবে, এই আসনের ট্রান্সজেন্ডার প্রার্থী উর্মি কত ভোট পেয়েছেন তা এখনো জানা যায়নি।
সূত্র : ভয়েজ অব আমেরিকা


আরো সংবাদ



premium cement