১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


প্রত্যাশার চেয়ে নির্বাচন ভালো হয়েছে : সিইসি

প্রত্যাশার চেয়ে নির্বাচন ভালো হয়েছে : সিইসি - ছবি : সংগৃহীত

'নির্বাচন প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। এতটা প্রত্যাশা করিনি'- এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার রাত ৯টার দিকে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তবে নির্বাচন নিরপেক্ষ হয়েছে কিনা, এই প্রশ্ন করলে তিনি বলেন, 'নির্বাচন নিরপেক্ষ হয়েছে কি হয় নি, আমি তো স্বচক্ষে এভাবে দেখিনি। যদি ব্যাপক অভিযোগ আসে যে নির্বাচন নিরপেক্ষ হয়নি, (তখন দেখা যাবে)।'

নির্বাচনের নিরপেক্ষতার বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে না পারলেও নির্বাচন পরিস্থিতি সে ‘সুনিয়ন্ত্রিত’ ছিলো, সে বিষয়টি ব্যক্ত করেন তিনি।

“নির্বাচনে সহিংসতা তেমন হয় নি, মৃত্যু হয়নি। যেখানে যেখানে অনিয়ম হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পেরেছি; এদিক থেকে নির্বাচনটা ‘মোটামুটি সুনিয়ন্ত্রিত’ ছিল।”

 

৪০ প্রার্থী ভোট বর্জন করেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি, ভোটকেন্দ্র দখল, মারধর ইত্যাদি অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ৪০ জন প্রার্থী।

এর মধ্যে জাতীয় পার্টি, তৃণমূল প্রার্থী, গণফোরামের প্রার্থী যেমন আছেন, তেমনি আছেন স্বতন্ত্র প্রার্থীরাও।

তবে গণমাধ্যমে আসা ভোট বর্জনের খবরগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির এবং স্বতন্ত্র প্রার্থীরা।

তবে,দেশের আট বিভাগের সাত বিভাগেরই কোনও না কোনও আসন থেকে প্রার্থীরা ভোট বর্জন করলেও ব্যতিক্রম শুধুমাত্রা বরিশাল। এই বিভাগ থেকে ভোট বর্জনের কোনো খবর পাওয়া যায় নি।

এছাড়া, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগ থেকে ভোট বর্জনকারী প্রার্থীর সংখ্যা যথাক্রমে ১২ জন, আটজন, ছয়জন, পাঁচজন, চারজন, তিনজন এবং দুই জন।

এই প্রার্থীদের সবাই রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকদের কাছে ভোট বর্জনের জন্য লিখিত আবেদন জমা দিয়েছেন। সেইসাথে, ফেইসবুক লাইভ এবং সংবাদ সম্মেলন ডেকেও নিজেদের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন তারা।

নির্বাচন বর্জনকারীদের অনেকে পুনরায় নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেছেন।

তবে সর্বমোট কতজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্বাচন কমিশন থেকে পাওয়া যায়নি।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়াতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ কুলাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১ রফতানি নীতিমালার খসড়া নীতিগত অনুমোদন ঈদের সরকারি ছুটি শুরুর আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার সিদ্ধান্ত ইটালিতে ১০৯ মাফিয়া সদস্য গ্রেফতার ফ্রান্সে হলোকস্ট মেমোরিয়ালে হামলা, মাক্রোঁর তীব্র সমালোচনা মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী নিহত ‘অস্ত্র তাক করলে মনে হতো মায়ের কাছে ফেরা হবে না’ জর্জিয়ার‘বিদেশী প্রভাব' আইন নিয়ে ভলকার তুর্কের গভীর দুঃখ প্রকাশ সাকিব- মাহমুদউল্লাহকে বিশেষ উপহার দিতে চান শান্ত, আছে চাওয়াও চার শ’ অনেক দূর, বিজেপির হাত থেকে কি সংখ্যাগরিষ্ঠতাও ফসকে যাচ্ছে?

সকল