০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ভোটার উপস্থিতি নিয়ে ভাবছি না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল - সংগৃহীত

ভোটার উপস্থিতি নিয়ে ভাবছেন না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটার উপস্থিতি নিয়ে ভাবছেন না, তার কাজ ভোট আয়োজন করা।

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর হাবীবুল্লাহ্‌ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি কম না কি বেশি সে বিষয়ে আমি কিছুই জানি না। ভোটার উপস্থিতি নিয়ে ভাবছি না। আমার কাজ ভোট আয়োজন করা।’

ভোটের বিষয়ে জনগণের মধ্যে যদি কোনো অনাস্থা থেকে থাকে তা দূর করতে এবং স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, যতটা পারা যায় ভোটকে দৃশ্যমান করুণ ও স্বচ্ছতা তুলে ধরুন। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়।’

ভোট গ্রহণ শুরু হওয়ায় তিনি খুশি।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement