০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


নির্বাচন কমিশনের অ্যাপ কাজ করছে না

নির্বাচন কমিশনের অ্যাপ কাজ করছে না - ছবি : বিবিসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটা মোবাইল অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। তবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের সেই অ্যাপটি ঠিকমতো কাজ না করার অভিযোগ এসেছে।

বিবিসি বাংলার মুকিমুল আহসান জানান, এই অ্যাপে প্রতিমুহূর্তে ভোটের বিস্তারিত জানানোর কথা ছিল, কিন্তু সকাল থেকে অ্যাপে ঠিকমতো তথ্য আপডেট হচ্ছে না বলে জানান তিনি। গণমাধ্যম কর্মীরা এখান থেকে তথ্য নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে।

নির্বাচন ঘিরে ২১ কোটি টাকা ব্যয়ে অ্যাপটি তৈরি নির্বাচন কমিশন।

যে কারণে নরসিংদী-৪ আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ
জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে নরসিংদী-৪ আসনের একটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন।

'অভিযোগটির সত্যতা পাওয়ায় সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছি। আর সব জায়গায় ভালোভাবে ভোট হচ্ছে,' বিবিসি বাংলাকে বলছিলেন নরসিংদীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডঃ বদিউল আলম।

ওই আসনে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার দলেই নেতা সাইফুল ইসলাম খাঁন বীরু। তিনি সেখানকার একটি উপজেলার পাঁচবারের চেয়ারম্যান।

স্থানীয়রা বলছেন ভোট শুরুর সঙ্গে সঙ্গেই সেখানে ব্যাপক হৈ চৈ শুরু হয় এবং একজন প্রার্থীর ছেলের বিরুদ্ধে ব্যালটে সিল মারার অভিযোগ ওঠে।

খবর পেয়ে প্রশাসনের লোকজন সেখানে পৌঁছায় ও প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়।
সূত্র : বিবিসি

 


আরো সংবাদ



premium cement