৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তারিখ পিছিয়ে ২৬ ডিসেম্বর

-

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৩ ডিসেম্বরের পরিবর্তের এখন এই ভোটগ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর।

ইসি সচিবালয়ের সচিব হুমায়ন কবীর খোন্দকার জানিয়েছেন, আগের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। ওইদিন এইচএসসি পরীক্ষা থাকায় নতুন তারিখ অনুযায়ী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের জন্য গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি।

ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার বলেন, ‘এইচএসসি পরীক্ষার কারণে নির্বাচন কমিশন ঘোষিত ২৩ ডিসেম্বরের ভোটের তারিখ পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে ভোটগ্রহণ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।’

আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। ২৩ ডিসেম্বর সকালে ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকালে ভূগোল দ্বিতীয়পত্র ও বিকেলে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগের দিনও সকাল-বিকেল এ দুটি বিষয়ের প্রথমপত্রের পরীক্ষা রয়েছে।


আরো সংবাদ



premium cement