০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা

১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা - ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এবার ঈদুল ফিতরে ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা। আগামী ৩১ মার্চ থেকে ছুটি শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। মূল ছুটি ১৫ দিন হলেও ছুটির আগে শুক্র এবং শনিবার হওয়ায় মোট ১৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। তবে অফিস ছুটি শুরু হবে ৭ এপ্রিল থেকে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্টার সানডে, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ৩১ মার্চ (রোববার) হতে ১৪ এপ্রিল (রোববার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়াও ৭ এপ্রিল (রোববার) হতে ১৪ এপ্রিল (রোববার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা চালু থাকবে।


আরো সংবাদ



premium cement