৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ডিবি পুলিশের কার্যালয় থেকে উদ্ধার আশিক

উদ্ধারের পর আশিক - ছবি : নয়া দিগন্ত

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আশিকুর রহমানকে রাজধানীর মিন্টো রোডের ডিবি পুলিশের কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় তাকে ডিবি পুলিশের কার্যালয় থেকে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান।

আশিককে উদ্ধারের আগে তার বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি সে ডিবি পুলিশের কার্যালয়ে আছে। আমরা তাকে নিয়ে এসে আপনাদের সাথে কথা বলিয়ে দেবো।’

এর আগে শনিবার রাতে তাকে রাজধানীর আজিমপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে তুলে নেয়ার কথা ওই সময় জানানো হলেও পরে ডিবি কার্যালয়ে গিয়ে তার খোঁজ পাওয়া যায়নি।

অপরদিকে শাহবাগ ও লালবাগ থানা পুলিশও কোনো প্রকার তথ্য জানাতে পারেনি।

আশিকের খোঁজ না পেয়ে পরে তার সন্ধানের দাবিতে রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে তার সহপাঠী, বন্ধু বান্ধব ও শিক্ষকরা।

পরে শিক্ষকদের চেষ্টায় রোববার সন্ধ্যায় ডিবি পুলিশের কার্যালয় থেকে আশিককে ছেড়ে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement