০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


জবিতে সমাবর্তনের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ

সমাবর্তন আয়োজনে কমিটি গঠন
-

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাবর্তনের দাবীতে ৩য় দিনের মত ক্যাম্পাসে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ করেছে শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর ১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এনিয়ে উপাচার্যের সাথে ছাত্র প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা থাকলেও ছাত্ররা উপাচার্যের দেখা পাননি।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এক যুগ পার হলেও সমাবর্তনের আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়কার কলেজ আমলের চারটি ব্যাচের ১৯ হাজার ২৭১ জন শিক্ষার্থীসহ প্রায় ৪০ হাজার শিক্ষার্থী সমাবর্তন প্রত্যাশী। গত রোববার থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সমাবর্তন আয়োজনের দাবিতে আন্দোলন শুরু করে। এ দাবিতে আজ ৩য় দিনের মত ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

‘আমরা সমাবর্তন চাই’ আন্দোলনের আহ্বায়ক সাইফুদ্দিন লিখন বলেন, প্রশাসন শিক্ষার্থীদের সাথে টালবাহনা করছে। আমাদের আলোচনার আশ্বাস দিয়ে বসিয়ে রেখে তারা আলোচনায় আসেননি। প্রশাসন আমাদের দাবী আদায়ে আন্তরিক নন। এরকম চলতে থাকলে আমাদের আন্দোলন আরো তীব্র হবে। প্রয়োজনে ক্লাস-পরিক্ষা বর্জনসহ আরো কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায়ে আন্দোলন করব।

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলতে আমরা অপেক্ষা করেছি, তারা আসেনি। পরবর্তীতে কলা অনুষদের ডিনকে আহ্বায়ক করে আমরা একটি কমিটি করেছি, তারাই সমাবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিবে।

এবিষয়ে, জানতে চাইলে সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. আতিয়ার রহমান বলেন, সমাবর্তন আয়োজন নিয়ে আমরা অতিদ্রুত পদক্ষেপ নেবো। আগামী ২৪ তারিখ আমরা উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক ডেকেছি। যেখানে সকল অনুষদের ডিন, ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ থাকবেন। আমরা সেখান থেকে পরবর্তী পদক্ষেপ নেবো।


আরো সংবাদ



premium cement
কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী নারীর বিরুদ্ধে সহিংসতা : অস্ট্রেলিয়ায় পর্ন সাইটেও নজরদারি গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮ ভিয়েতনামে কাঠের কারখানায় বিস্ফোরণে নিহত ৬ দক্ষিণ চীনে সড়ক ধসে ১৯ জন নিহত মে দিবসে বাংলাদেশের শ্রমিকদের আক্ষেপ রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ পাকুন্দিয়ায় বিএনপির লিফলেট ও পানি বিতরণ

সকল