০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


জবিতে নেয়া হবে নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে নেয়া হবে বলে জানিয়েয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৪৪তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এইবার ভর্তি পরীক্ষাসহ সকল পরীক্ষায় গঈছ পদ্ধতি বাতিল করা হয়েছে বিধায় এ বছর ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হবে তার মধ্যে বিজ্ঞান শাখরা ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাসে ২৯তারিখ, মানবিক শাখার ভর্তি পরীক্ষা আগামী অক্টোবর ০৬ তারিখ ও বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার আগামী অক্টোবর ১৩ তারিখ অনুষ্ঠিত হবে।
উল্লেখিত প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষার সময়কাল ১ ঘন্টা ৩০ মিনিট। ভর্তি পরীক্ষার মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ৭২ নম্বর, অবশিষ্ট ২৮ নম্বর ঝঝঈ ও ঐঝঈ থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে নেয়া হবে। উল্লেখ্য, চারুকলা, সংগীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন-এই চারটি বিভাগে কোন লিখিত পরীক্ষা হবে না। এই চারটি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুধুমাত্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী অক্টোবর মাসের ২৭ তারিখ থেকে নেয়া হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট এ পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement