০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা প্রণয়নে দেরি

দ্রুত কাজটি করতে হবে

-

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীন দেশের সব ক’টি ঝুঁকিপূর্ণ সেতু চিহ্নিত করার সিদ্ধান্ত নেয়া হয় এক বছর আগে। সংস্থাটির মাসিক সমন্বয় সভায় ২০১৮ সালের ১৪ জানুয়ারি এ সিদ্ধান্ত নেয়া হয়। অথচ ওই তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে চলতি বছরের ৬ জানুয়ারি। এরই মধ্যে জাতীয় জীবন থেকে হারিয়ে গেছে একটি বছর।
একটি সহযোগী ইংরেজি দৈনিক থেকে জানা যায়, তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নেয়ার পর গত বছর ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে মির্জা খালের ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে একটি ট্রাক পানিতে নিমজ্জিত হলে চালকের দুই সহকারী নিহত হন। চালক হন গুরুতর আহত। এ ছাড়া, একই বছরের ১৯ জুলাই লৌহজংয়ের দক্ষিণ হলদিয়ায় অন্য একটি বেইলি সেতু ভেঙে পড়লে ঢাকা-লৌহজং সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ওই এলাকায় সে দিন জনদুর্ভোগ ছিল চরমে।
এমনিতেই প্রতি বছর আমাদের দেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শত শত মানুষ হতাহত হন। এটা যেন গা-সওয়া হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে উদাসীন। যত বড় দুর্ঘটনাই হোক না কেন, তাদের কর্মতৎপরতায় গা-ছাড়া ভাব লক্ষণীয়। এ জন্য সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষুব্ধ। এ ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ দেখা যায় গত বছর ঢাকার বিমানবন্দর সড়কে দুই কিশোর শিক্ষার্থী নিহত হওয়ার পর সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে প্রতিবাদ-বিক্ষোভ। নিরাপদ সড়ক চাইÑ দাবিতে ওই বিক্ষোভ-প্রতিবাদে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে হাজার হাজার শিশু-কিশোর থেকে সাধারণ মানুষ, যা ছিল সাম্প্রতিক সময়ে আমাদের দেশে নজিরবিহীন।
দেশের সড়ক যোগাযোগের এমন অবস্থায় সওজের অধীন ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা প্রণয়নের সিদ্ধান্তটি ইতিবাচক। তবে উদ্যোগটি আমলাতান্ত্রিক জটিলতায় এক বছর ধরে ঝুলে থাকা সত্যিই দুঃখজনক।
সারা দেশে সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে চার হাজার ৪০৪টি সেতু। এর মধ্যে বেইলি সেতু ৮৫৬টি। আর ঝুঁকিপূর্ণ সেতুগুলোর মধ্যে বিশেষ করে বেইলি সেতুর সংখ্যাই বেশি।
ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা করা শুধু জনগুরুত্বপূর্ণই নয়, বিষয়টির সাথে মানুষের জানমালের সম্পর্ক রয়েছে। সওজের কাছে আমাদের আহ্বান, জনগুরুত্বপূর্ণ বিষয়টি যেন আর ঝুলিয়ে রাখা না হয়।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল