০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মার্কিন ভিসানীতি পোশাক রফতানিতে প্রভাব ফেলবে না : পাট ও বস্ত্র মন্ত্রী

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি । - ছবি : নয়া দিগন্ত

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি বলেছেন, মার্কিন ভিসানীতি দেশের পোশাক রফতানিতে প্রভাব ফেলবে না। এখানে আমেরিকার প্রাইভেট সেক্টর ইমপোর্ট করে আর বাংলাদেশের প্রাইভেট সেক্টর এক্সপোর্ট করে। এখানে সরকারের কোনো ব্যাপার নেই।

রোববার (৪ জুন) দুপুরে ফরিদপুরে বহুমুখী পাট ও পাটজাত পণ্য প্রদর্শনী মেলা-২০২৩-এর উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা প্রশাসনের সহযোগিতায় পাট অধিদফতর পাঁচদিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। মেলায় ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের ২২টি স্টল রয়েছে।

মেলার উদ্বোধনী বক্তব্যে পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, পাটজাত পণ্য উৎপাদনে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। ঢাকায় গিয়ে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থাপনা করে মাঠ পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এজন্য ফরিদপুরে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

মন্ত্রী বলেন, পাটজাত পণ্যের মার্কেটিংয়ে ভারত আমাদের চেয়ে ১০০ ভাগ এগিয়ে গেছে। আমরা অনেক বেশি পিছিয়ে রয়েছি। আমরা অনেক ভর্তুকিও দিচ্ছি।

তিনি বলেন, নারীদের সবচেয়ে ব্যবহৃত পণ্য হলো ভ্যানিটি ভ্যাগ। এক্ষেত্রে পাটের তৈরি ভ্যানিটি ব্যাগের বড় বাজার রয়েছে। এছাড়া পাটের বস্তায় ধান-চাল সরবরাহ নিশ্চিত করতে হবে। এ বছর যে পরিমাণ ধান উৎপাদন হয়েছে তাতে আমাদের চালের বস্তার চাহিদা বেড়ে যাওয়ার কথা। তিনি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি তদারকির অনুরোধ জানান। পাট জাগ দেয়ার জন্য তিনি সরকারি জলাশয়গুলোতে পাট জাগ দেয়ার পর্যাপ্ত জায়গা রাখা ও খালগুলো পুনঃখননের কথাও বলেন।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব মো: আব্দুর রউফ বলেন, পরিকল্পনা অনু বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মাহমুদ হোসেন, পাট অধিদফতরের অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তার, পুলিশ সুপার মো: শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

বক্তাগণ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমাদের পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। আমাদের দেশে পাটজাত পণ্যের গুণগতমান নিশ্চিত না হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে পারছে না৷ পাটজাত পণ্যের গুণগতমান নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে পাটক্ষেত্রে জোবায়দা করিম গ্রুপ ও আকিজ গ্রুপ দুটি লিডিং প্রতিষ্ঠান উল্লেখ করে তারা বলেন, পাটক্ষেত্রে আমাদের উদ্যোক্তার অভাব রয়েছে। বড় উদ্যোক্তা তৈরি জরুরি হয়ে গেছে। তা না হলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাক্সেস পাবো না। আমাদের 'র' জুট এক্সপোর্ট না করে ফিনিশ্ড প্রোডাক্ট এক্সপোর্ট করতে হবে।

তারা বলেন, পাটের স্বর্গরাজ্য ফরিদপুর। ফরিদপুরে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন করা হবে। যাতে কমপক্ষে ১ হাজার উদ্যোক্তা তৈরি করা যায়। এছাড়া বক্তারা পাটচাষি ইন্সুইরেন্সের আওতায় আনা এবং পাটজাত শিল্পে জড়িতদের প্রণোদনা দেয়ার উপরেও গুরুত্ব দেন।


আরো সংবাদ



premium cement