২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

১৬ জুন পর্যন্ত গ্যাস সরবারহে বিঘ্ন হবে

১৬ জুন পর্যন্ত গ্যাস সরবারহে বিঘ্ন হবে : তিতাস গ্যাস কর্তৃপক্ষ - ফাইল ছবি

আমদানীকৃত তরলজাত প্রাকৃতিক গ্যাস সরবারহে অসুবিধার কারণে সোমবার থেকে তিন দিন গ্যাস ব্যবহারকারীরা গ্যাস সরবারহের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার কারণে এলএনজি গ্যাস সরবারহ বিচ্ছিন্ন হওয়ায় গ্রাহকরা সোমবার থেকে ১৬ জুন বৃহস্পতিবার পর্যন্ত গ্যাস সরবারহের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই অসুবিধার কারণে প্রতিদিন ট্রান্সমিশন প্রক্রিয়ার ক্ষেত্রে ৪০০ মিলিয়ন ঘন ফুট গ্যাস সরবারহ বিঘ্ন হচ্ছে। তারা আরো জানান, এর ফলে গৃহস্থালি, শিল্প কারখানা, বিদ্যুৎকেন্দ্র ও বাণিজ্যিক ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হবেন।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement