২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

করোনায় মৃত্যু বেড়ে গেল

-

করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু বেড়ে গেছে। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে দ্বিগুণ। আগের দিন যেখানে মারা গিয়েছিল একজন, সেখানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে দুজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩০ জনে।

এর আগে দেশে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত শনিবার (২১ মে) করোনায় একজনের মৃত্যু হয়।

সোমবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৬০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৫৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।


আরো সংবাদ



premium cement