০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


মধ্যরাত থেকে ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

মধ্যরাত থেকে ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকছে। - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকার সাথে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রেলমন্ত্রী নূরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (২২ জুন) রাত ১২টা থেকে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হবে। রেলের পশ্চিমাঞ্চল অর্থাৎ দেশের উত্তরাঞ্চলে কোনো ট্রেনই চলবে না। তবে সিলেট ও চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

এর আগে ঢাকার চারপাশে সাত জেলায়- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জে বিধিনিষেধ (লকডাউন) ঘোষণা করা হয়। আজ ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত ওই সাত জেলায় এই বিধিনিষেধ কার্যকর হয়েছে।


আরো সংবাদ



premium cement