২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেনের মেয়াদ বাড়ল

মোশাররফ হোসেন - ফাইল ছবি

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মোশাররফ হোসেন ভূঁইয়ার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে মেয়াদ শেষ হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি বর্তমান দায়িত্ব ছেড়ে তাকে দেশে ফিরতে বলেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে তার মেয়াদ বাড়িয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ভূঁইয়া সাবেক সিনিয়র সচিব এবং ২০২০ সালে জার্মানিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।

সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের আগে ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালন করেন।

ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজ থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement