০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


রোহিঙ্গা প্রত্যাবাসনে দ. কোরিয়ার ‘আরো উদ্যোগ’ চায় বাংলাদেশ

- ছবি : সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে দক্ষিণ কোরিয়ার ‘আরো উদ্যোগ’ ও ‘সক্রিয়’ পদক্ষেপ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘এই রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে আপনি যদি আমাদের সাহায্য করতে পারেন তাহলে এটা হবে সত্যিকারের অর্জন।’

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ক বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ‘কোরিয়া-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর: প্রবণতা ও দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউন এবং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন।

মোমেন বলেন, মিয়ানমারে অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দক্ষিণ কোরিয়া আসিয়ান দেশের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখে।

বাস্তুচ্যুত রোহিঙ্গারা যেন মিয়ানমারে তাদের বাড়িতে ফিরে যেতে পারে সে জন্য তিনি দক্ষিণ কোরিয়ার সরকারকে ‘আরো উদ্যোগ’ ও ‘সক্রিয় পদক্ষেপ’ নেয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, ‘মিয়ানমারে আপনাদের কিছু সুবিধা আছে। তাই আমি আপনাকে সেই সুবিধা ব্যবহার করার জন্য অনুরোধ করছি।’

মানবিক কারণে কক্সবাজার ও ভাসানচরে বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ।

মিয়ানমারে তাদের জনগণকে (রোহিঙ্গাদের) নিপীড়ন এবং তাদের দেশ থেকে জোরপূর্বক বের করে দেয়ার ইতিহাস রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার আমাদের প্রতিবেশী, তারা আমাদের শত্রু নয়।

তিনি বলেন, অতীতে বহুবার সংলাপ ও আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসন হয়েছে।
মোমেন বলেন, ‘এবার সংখ্যাটা অনেক বেশি। আমি আশা করি আপনাদের (দক্ষিণ কোরিয়া) সমর্থনে তারা তাদের জনগণকে ফিরিয়ে নেবে। কেননা আপনারা মিয়ানমারের একজন ভালো বন্ধু।’

বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া সরকারকে ধন্যবাদও জানান তিনি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
একক বিতর্ক প্রতিযোগিতায় ফরিদপুরে শ্রেষ্ঠ নুসরাত ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ইউনাইটেড জুলাই থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি ভ্যান চালক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনে নতুন অংশীদার খুঁজুন : আইওএমের উদ্দেশে প্রধানমন্ত্রী দু’টি পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক-নিরাপত্তা-অভিবাসন অংশীদারিত্ব জোরদারে ঢাকায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে : রিজভী একটি ভ্যানের জন্য হত্যা : জয়পুরহাটে ৩ জনের মৃত্যুদণ্ড উগান্ডার বিশ্বকাপ দলে ৪৩ বছর বয়সী ক্রিকেটার রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করলেন বাইডেন

সকল