০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে অস্ট্রেলিয়া পাশে আছে : হাইকমিশনার

রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে আছে বলে জানালেন দেশটির হাইকমিশনার জেরেমি ব্রুয়ার। - ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে বাংলাদেশকে সহযোগিতা করতে তার দেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়কে সাহায্য অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, ‘এই সংকট সমাধানে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’

বৃহস্পতিবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে হাইকমিশনার এ কথা বলেন।

ডিকাব সভাপতি পান্থ রাহমান এবং সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।

হাইকমিশনার বলেন, রোহিঙ্গা ইস্যু একটি ব্যাপক মানবিক সংকট এবং এটি সমাধানে বাংলাদেশের প্রচেষ্টায় অস্ট্রেলিয়া সহায়তা অব্যাহত রাখবে।

মানবিক ও দুর্যোগ প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, অস্ট্রেলিয়া ২০১৭ সাল থেকে কক্সবাজারে রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য ২৭০ মিলিয়ন ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে।

হাইকমিশনার বলেন, ‘গত বছর (২০২০-২১) আমরা ৭৯.৭ মিলিয়ন ডলার দেয়া ছাড়াও সাম্প্রতিক ক্যাম্পে আগুন লাগার পর জরুরি সহায়তা হিসেবে ১০ মিলিয়ন ডলার দিয়েছি।’

হাইকমিশনার ব্রুয়ার অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের কথা তুলে ধরেন এবং আশা করেন যে এটি আরো শক্তিশালী হবে। দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে।

এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কাঠামোগত সমঝোতা (টিফা) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল