০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


মালয়েশিয়ায় দুই বাংলাদেশী অপহরণকারী নিহত

মালয়েশিয়ায় দুই বাংলাদেশী অপহরণকারী নিহত - সংগৃহীত

মালয়েশিয়ান পুলিশের গুলিতে দুর্ধষ দুই বাংলাদেশী অপহরণকারী নিহত হয়েছে। তারা ১৩জন অপহরণকারী দলের সদস্য ছিল। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মালয়েশিয়ার তামান মুডুন এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান সেরি মাজলান লাজিম বলেছেন, গত ১৩ জানুয়ারি পাসার পাডু এলাকায় এক বাংলাদেশীকে হত্যার পর থেকেই দুই বাংলাদেশীর উপর নজর রাখা হচ্ছিল।

তিনি বলেন, আমাদের একটি তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, নিহত দুই বাংলাদেশী একটি অপহরণকারী দলের নেতৃত্বে ছিলেন। যে দলটি এই পর্যন্ত ২.৫ মিলিয়ন রিংগিট ( প্রায় ৫ কোটি টাকা) সংগ্রহ করেছে।

এর আগে মঙ্গলবার একটি বিবৃতিতে তিনি বলেছেন, শুক্রবার একজন বাংলাদেশীকে অপহরণের পর ২ লাখ রিংগিট মুক্তিপণ দাবি করা হয়েছে।

তিনি বলেন, অপহরণকারীরা যে এলাকায় ছিলেন, সেখানে পুলিশ পৌঁছামাত্র ভয়ঙ্করভাবে অতর্কিত গুলি শুরু হয়েছিল।

যেখান থেকে ৩০ বছর বয়সী এক জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আধা স্বয়ংক্রিয় পিস্তলসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

কুয়ালালামপুর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযান পরিচালনার সময় পুলিশ স্থানীয় দুই অপহরণকারীকেও আটক করেছেন।


আরো সংবাদ



premium cement
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত, আহত হেলপার বরিশালে নথুল্লাবাদ টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা

সকল