০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


‘রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা ও জীবিকার সুযোগ দিন’

‘রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা ও জীবিকার সুযোগ দিন’ - সংগৃহীত

গণহত্যা বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ দূত ও আন্ডার সেক্রেটারি জেনারেল আদামা দিয়াং বলেছেন, মিয়ানমারে ফিরে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা ও জীবিকার সুযোগ থাকতে হবে, যাতে তারা নিজেদের জীবনমান উন্নত করতে পারে। আমি আশা করি ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ এবং সরকারের নীতি নির্ধারকরা রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করে যাবে। তিনি বলেন, শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপের আয়োজন করে ধর্মীয় নেতারা শান্তি ও সহিষ্ণুতকার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

শনিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক এক কর্মশালায় তিনি বক্তব্য রাখছিলেন। এতে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহমান রোহিঙ্গা সঙ্কটের প্রেক্ষাপটে আন্ত:ধর্মীয় উদ্যোগের প্রতি সরকারের সমর্থন এবং কক্সবাজারের উন্নয়ন চ্যালেঞ্জ নিয়ে সরকার প্রধানের বার্তা তুলে ধরেন।

জাতিসঙ্ঘের বিশেষ দূত বলেন, রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের আশ্রয় ও সহায়তা দিয়ে বাংলাদেশের জনগন প্রশংসনীয় কাজ করেছে। তবে রোহিঙ্গা সমস্যা সমাধান উৎসে অর্থাৎ রাখাইনেই করতে হবে।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসঙ্ঘ ও নাগরিক সমাজের সাথে কাজ করতে সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় নেতৃবৃন্দকেও এ জন্য এগিয়ে আসতে হবে।

শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি আজ আসছেন : জাতিসঙ্ঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জেইন পিয়েরে তিনদিনের সফরে আজ ঢাকা আসছেন। শান্তিরক্ষী বাহিনীতে অবদান রাখা ও ত্যাগ স্বীকারের জন্য তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানাবেন। বাংলাদেশের পর নেপাল, ভারত ও পাকিস্তান যাবেন আন্ডার সেক্রেটারি জেনারেল।

 


আরো সংবাদ



premium cement
উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশী ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ এমপি-মন্ত্রী-সচিবের আত্মীয় এগুলো দেখার প্রয়োজন নেই : ভোটগ্রহণ কর্মকর্তাদের ইসি সচিব বগুড়ায় শজিমেক ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৩ স্বর্ণের দাম ভরিতে আরো কমলো ১৮৭৮ টাকা গাজায় হামাস যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চান্দিনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আমলা ও পুলিশদের বিজেপির হয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে, অভিযোগ মমতার এডিবি প্রেসিডেন্টের সাথে অর্থমন্ত্রীর বৈঠক সিরাজদিখানে শিশু অপহরণ, থানায় অভিযোগ প্রিমিয়াম আবায়া হিজাবের জন্য মহিলাদের পছন্দের শীর্ষে মডেস্ট কালেকশনের প্রোডাক্ট

সকল