২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

ইন্দোনেশিয়ার ইকা নাতাশার উপন্যাস

-

ইন্দোনেশিয়ার লেখিকা ইকা নাতাশা উপন্যাস লিখে নাম করেছেন। তিনি দেশের একজন মূলধারার লেখিকা, পেশায় একজন ব্যাংকার। আরো বেশ কিছু সাফল্য আছে তার। ‘ক্রিটিক্যাল ইলেভেন’ তার একটি নামকরা উপন্যাস। এটি নিয়ে সিনেমাও হয়েছে। বিমান চালনার জগতে ক্রিটিক্যাল ইলেভেন বলে একটা কথা আছে। একে বলা হয় অনবোর্ডে বা বিমান চলার সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। মাত্র এগারোটি মিনিট। উড্ডয়নের তিন মিনিট পর এবং অবতরণের আট মিনিট আগে। কারণ পরিসংখ্যানগতভাবে আশি শতাংশ বিমান দুর্ঘটনা সাধারণত ওই এগারো মিনিটের মধ্যেই ঘটে। এটি যখন বিমানটি যেকোনো বিপদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এটি মানুষের জীবনের মতোই বা কারো সাথে দেখা করার মতোই। প্রথম তিন মিনিট সমালোচনামূলক কারণ এটিই থেকে প্রথম ইমপ্রেশন তৈরি হয়, তারপর বিদায়ের আগে আট মিনিট। যখন ব্যক্তির হাসি, আচার-আচরণ এবং মুখের অভিব্যক্তি স্পষ্টভাবে বলে দেয় যে এটি কিছুর শুরু হবে নাকি শেষ হবে। এই বিষয়টি উঠে এসেছে উপন্যাসে। উপন্যাসের প্রধান চরিত্র আলে ও আনিয়া। প্রথম দেখা হয়েছিল জাকার্তা-সিডনি ফ্লাইটে। প্রথম তিন মিনিট আনিয়া মুগ্ধ হয়েছিল, পরের সাত ঘণ্টা তারা একে অপরের পাশে বসেছিল এবং কথোপকথন ও হাসির মাধ্যমে একে অপরকে জানতে পেরেছিল। আলে বিচ্ছেদের আট মিনিট আগে নিশ্চিত হয়েছিল যে সে আনিয়াকে চায়। তাদের পরিচয়ের পাঁচ বছর পরে আলে ও আনিয়া একটি বড় ট্র্যাজেডির মুখোমুখি হয়েছেন যা তাদের প্রথম দেখার এগারোটি গুরুত্বপূর্ণ মিনিটের সিদ্ধান্তসহ তাদের পছন্দগুলো নিয়েই প্রশ্ন তোলে। আলে এবং আনিয়ার দৃষ্টিকোণ থেকে পর্যায়ক্রমে বলা হয়েছে প্রতিটি অধ্যায় একটি ধাঁধার অংশ। যা প্রেমে পড়ে যাওয়া বা চরিত্রগুলোকে ঘৃণা করার মতো উভয়ই। সত্যিকারের জীবন বিধৃত হয়েছে উপন্যাসটিতে। নাতাশার জন্ম : ২৫ ডিসেম্বর, ১৯৭৭ এ মেদান, ইন্দোনেশিয়ায়। প্রশংসনীয় চলচ্চিত্রের চিত্রনাট্যকার হিসেবে বান্দুং ফিল্ম ফেস্টিভ্যালে আর সেরা অভিযোজিত চিত্রনাট্যের জন্য মায়া পুরস্কার পেয়েছেন। ইন্দোনেশিয়ার তরুণ ব্যাংকারদের জীবনকে কেন্দ্র করে কয়েকটি জনপ্রিয় উপন্যাস লেখার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তার উপন্যাসের মধ্যে রয়েছে এ ভেরি ইয়োপী ওয়েডিং, আন্ডারগ্রাউন্ড, এন্টোলজি রাশা, টুইভোর্টিয়ার ১ ও ২, দি আর্কিটেকচার অব লাভ, সুসাহ সিনইয়াল সিমেনতারা সেলামানিয়া, হার্টব্রেক মোটেল। ক্রিটিক্যাল ইলেভেন এর মতো আন্তোলজি রাসা এবং টুইভোর্টিয়ারও সিনেমা হয়েছে। সাম্প্রতিকতম কাজ হলো সমালোচকদের দ্বারা প্রশংসিত মিনিসিরিজ সেমেন্টারা, সেলমানিয়া এবং সম্প্রতি প্রকাশিত উপন্যাস হার্টব্রেক মোটেল, যার হাজার হাজার কপি প্রি-অর্ডারের কয়েক দিনের মধ্যে বিক্রি হয়ে গেছে। দ্য আর্কিটেকচার অব লাভ তার একটি উপন্যাস, সবেমাত্র ইংরেজিতে অনুবাদ করা হয়েছে এবং এটি নিয়েও সিনেমা হবে। তার বেশির ভাগ বইই বাহাসা ইন্দোনেশিয়ায় বা ইন্দোনেশিয়ান ভাষায় লেখা।


আরো সংবাদ



premium cement