২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
দিলীপ কির্ত্তুনিয়া

গুরুদাসী

-

সুপ্রিয় খুলনাবাসী- মনে আছে গুরুদাসী?
সেই কাঙাল রমণী- আমরা যাকে পাগলী নামে চিনি ।
রাস্তার বাসিন্দা- এলোমেলো চুল- অবিন্যস্ত শাড়ি
স্বাধীনতার যুদ্ধে সব হারানো সেই সন্ন্যাসিনী
হাতে থাকতো যাদুর লাঠি
‘সাপ’ ‘সাপ’ বলে ভয় দেখাতো জনে জনে
পকেট থেকে টাকা তুলে নিতো দৃঢ় সাহসে
নির্বিকার চিত্তে।

মনে আছে খুলনার মানুষ- খুলনাবাসী
সেই উদ্দাম খিলখিল হাসি
গগনবাবু রোড, আহসান আহমেদ রোড, যশোর রোড
মনে পড়ে সেই পায়চারী
দেখুন তো মন খুলে
স্মৃতি কিছু করে নাকি জারি!
আসলে তিনি ছিলেন বীরাঙ্গনা
এই দেশের এক গর্ব মাতা
আমরা তাকে কতটুকু চিনি !

স্বামী সন্তান গৃহ ইজ্জত সব হারিয়েছিল সে।
তার নাম উজ্জ্বল স্বাধীনতার দলিলে!


আরো সংবাদ



premium cement