১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


সোলায়মান আহসান

তোমাকে সেলাম বুশনেল!

-

মানুষ পরিচয়ের যখন সকল সংজ্ঞাই মিথ্যে প্রমাণিত
তখন একজন মার্কিন সেনা অ্যারন বুশনেল
গাজার গণহত্যার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মাহূতি
প্রমাণ করেছে- না, মানুষের বিবেক এখনো বেঁচে আছে
ধ্বংস হয়নি টন টন বোমার আঘাতে মানুষের মন ইমারত।

বুশনেল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি পোড়ামাটি নীতির
সমর্থক মার্কিনি শাসকদের বিরুদ্ধে কী করার ছিল তোমার।
বিত্ত বৈভব ইহুদি সুন্দরী নারীর মোহে যেসব সহযোদ্ধারা
সাজার নিরীহ নারী শিশু পুরুষদের ওপর কামান দাগানো
ইহুদিদের গণহত্যার দোসর সঙ্গীদের জন্য এর চেয়ে কী
বার্তা দিতে পারো।

তোমার শরীরে যখন হিংসার বিরুদ্ধে দাউ দাউ আগুন জ্বলছে
তুমি তখন শেষ বারের মতো চিৎকার করলে-
‘মুক্ত ফিলিস্তিন-মুক্ত ফিলিস্তিন...’

তুমি ইসরাইলিদের ফিলিস্তিন গণহত্যাকে মার্কিনিদের
‘স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার’ মানসিকতাকে সমর্থন করনি।

বুশনেল। তুমি আমাদের চোখকে খুলে দিতে পেরেছ।
একটা ছোট্ট ভূ-খণ্ড এক কোটিও নেই যার জনসংখ্যা
সেই দেশটি সত্তর বছর ধরে দু’শো কোটি মানুষকে চোখ রাঙাচ্ছে?
আশপাশে কতগুলো শক্তিশালী মুসলিম দেশ,
অথচ দিনের পর দিন ‘ভূমিপুত্র’ ফিলিস্তিনিদের ওপর
জবরদখল কায়েম রেখে চালাচ্ছে নিপীড়ন হত্যাযজ্ঞ আর
রচনা করছে বীভৎস ধ্বংসের মানচিত্র!

বুশনেল! তুমি হতে পারতে কোনো আরব যুবক
তুমি হতে পারতে মধ্যপ্রাচ্যের কোনো বিক্ষুব্ধ সৈনিক
তুমি হতে পারতে প্রাচ্যের কোনো তীর্থ ধর্মগুরু
তুমি হতে পারতে এশিয়ার কোনো তান্ত্রিক ভিক্ষু
তুমি হতে পারতে ভারতের আদি দর্শনের তীর্থঙ্কর
না, তোমার কোনো পরিচয় আমরা জানতে পারিনি
বিব্রত জো বাইডেন, সদা প্রহরী মার্কিন পশ্চিমা মিডিয়াসমূহ
জানায়নি বিস্তারিত তোমার পরিচয়
আমরা জানতে পেরেছি একটি পরিচয়- মানুষ, তুমি মানুষ
পরিচয়ে চিরদিন বেঁচে রবে।
তোমাকে সেলাম অ্যারন বুশনেল!
তোমার জন্য আমরাও মানুষ পরিচয়ে বেঁচে আছি।


আরো সংবাদ



premium cement